বিবাদি বাগ বাস স্ট্যান্ডে উদ্ধার হওয়া যুবকের দেহ সনাক্ত |
গতকাল বিবাদি বাগ বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাঁকে খুন করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছিল লালবাজার থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ। মৃতের পরিচয় নিয়েও যথেষ্ট ধন্দে ছিল পুলিশ। আজ ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছে গোয়েন্দা বিভাগ। মৃতের নাম সত্যেন্দ্রপ্রসাদ যাদব। পেশায় রিকশা চালক ছিলেন তিনি। তাঁর বাড়ি বউবাজার এলাকায় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সত্যেন্দ্রর বন্ধুদের ও পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
পাটুলিতে উদ্ধার যুবকের দেহ |
ফের শহরে মিলল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। আজ সকাল ১১.৩০ নাগাদ পাটুলির ঢালাই ব্রিজের কাছে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয় দেহটি। মৃতের আনুমানিক বয়স ২৮-৩০। তাঁর পেটে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে কয়েক জন বাস ধরতে এলে ঝোপের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্য কোথাও খুন করে ওই যুবককে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাশাপাশি, যুবকের পরিচয় জানার জন্য স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও পরিচয় পাওয়া যায়নি। গতকাল, একই ভাবে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছিল ডালহৌসি চত্বর থেকে। মৃতের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানানো হয়েছে। তবে, গতকালের খুনের সঙ্গে এই খুনের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
|
দেওঘরে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ১২ |
ঝাড়খণ্ডে দেওঘরের সত্সঙ্গ আশ্রমে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের। এঁদের মধ্যে ৮ জন মহিলা। গুরুতর আহত আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে, ওই আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রায় এক লাখেরও বেশি ভক্ত। এত মানুষের জমায়েতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক একই কারণে গতকাল মথুরায় অন্য একটি ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু হয়েছিল ২ জনের। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
|
বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা |
মহার্ঘ ভাতা ৭% বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। জানা গিয়েছে, আজ এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আরও জানা যাচ্ছে, যদি সিদ্ধান্তটি অনুমোদন পায় তা হলে প্রায় ৮০ লক্ষ কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।
|
হাওড়ায় অন্তঃস্বত্তা স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামীর |
গত শনিবার হাওড়ার বেলগাছিয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে জয় ঘোষ নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তার স্ত্রী কাকলি ঘোষকে বেধড়ক মারে। কাকলি ৬ মাসের অন্তঃস্বত্তা ছিলেন। মারের চোটে প্রসব করে ফেলেন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে মৃত্যু হয় অপরিণত শিশুটির। আরও জানা গিয়েছে, এই ঘটনার পর ওই রাতেই জয় শিশুটিকে বস্তাবন্দি করে খাটের তলায় রেখে দেয়। পরের দিন অর্থাত্ রবিবার সকালে কাকলিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীকে খুনের অভিযোগে জয় ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর। খুনের কারণ খতিয়ে দেখতে জয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, এই ঘটনার তীব্র নিন্দা করে স্থানীয় বাসিন্দারা শাস্তির দাবি জানিয়েছেন।
|
শিয়ালদহ-ক্যানিং শাখার চম্পাহাটিতে ট্রেন অবরোধ করলেন মহিলা নিত্যযাত্রীরা। সকাল ৭.৩০ নাগাদ তাঁরা অবরোধ শুরু করলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। হয়রানি হতে হয় নিত্যযাত্রীদের। তাঁদের অভিযোগ, এই শাখায় দীর্ঘ দিন ধরে ডবল লাইনের কাজ চলায় ট্রেন নির্দিষ্ট সময়ে চলছে না। ফলে তাঁদের প্রায়ই কাজে যেতে দেরি হয়ে যায়। রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ওই মহিলা নিত্যযাত্রীরা আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ ঠিক সময়ে ট্রেন চালানোর লিখিত আশ্বাস দিলে অবরোধ তোলা হবে। এ দিকে, এই ঘটনার পর সোনারপুর থেকে জিআরপি এসে মহিলাদের অবরোধ তোলার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে খবর।
|
নিমতায় ৪ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি |
নিমতার অশোকপল্লী ও প্রতাপগড়ে ৪ জন ব্যবসায়ীর বাড়িতে পরপর ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভোর রাতের দিকে ৬ জনের এক দল দুষ্কৃতী হানা দেয় ওই চার ব্যবসায়ীর বাড়িতে। প্রায় আড়াই ঘণ্টা ধরে অবাধে লুঠপাট চালায়। নগদ কয়েক লক্ষ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। আরও জানা গিয়েছে, ডাকাতিতে বাধা দিতে গেলে ব্যবসায়ীদের পরিবারের কয়েকজনকে মারধরও করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এত ক্ষণ ধরে ডাকাতি হল অথচ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেইরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও জানিয়েছেন, এই দুঃসাহসিক ডাকাতির পর এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|