পাকিস্তানের রেলমন্ত্রী গত কাল ঘোষণা করেছিলেন, ইসলাম-বিরোধী ছবির নির্মাতাকে মারতে পারলে ১ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। অস্বস্তি এড়াতে আজই পাক সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই মত একান্তই মন্ত্রীর ব্যক্তিগত। তা কোনও ভাবেই সরকারের মনোভাব নয়। |
এ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকেও এই ঘটনার সঙ্গে দূরত্ব বাড়ানো হয়েছে। শুক্রবার ইসলাম-বিরোধী সিনেমাকে ঘিরে হিংসাত্মক হয়ে ওঠে পাকিস্তানের পরিস্থিতি। নিহত হন কমপক্ষে ২৩ জন। তার পরের দিনই রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলৌর জানান, ওই ছবির নির্মাতাকে যে খুন করবে তাকে ১ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। তবে আজ, তাঁর সঙ্গে একমত নয় বলে জানালেও এখনই বিলৌরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়নি সরকার। কেন্দ্রের শরিক দল এএনপির সদস্য বিলৌর। এএনপির তরফেও এ দিন জানানো হয়েছে, ঠিক কী কারণে মন্ত্রী এই মন্তব্য করলেন, তাঁর কাছ থেকে তার ব্যাখ্যা চাইবে দল।
শুক্রবারের হিংসায় জড়িত সন্দেহে আজ ৬০০০ জনের নামে মামলা রজু করেছে পুলিশ। সে দিনের টিভি চ্যানেলের ফুটেজ ও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি দেখে এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে লাহৌর পুলিশ। গত কাল তাঁদের ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। |