আজকের শিরোনাম
বোপান্না-ভূপতির নির্বাসন মামলায় কর্নাটক হাইকোর্টের স্থগিতাদেশ
বোপান্না-ভূপতিকে ২ বছরের জন্য নির্বাসিত করেছিল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। আজ কর্নাটক হাইকোর্ট সেই মামলার স্থগিতাদেশ দিয়ে নোটিশ পাঠাল টেনিস অ্যাসোসিয়েশনকে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে ভূপতিকে খেলতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি খেলতে অস্বীকার করেন। অন্য দিকে, রোহন বোপান্নাও লিয়েন্ডারের সঙ্গে জুটি বাধতে অস্বীকার করেন। সেই সময় এই ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলা হলেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনও ব্যবস্থী নেওয়া হয়নি। অলিম্পিক শেষে অ্যাসোসিয়েশন বোপান্না-ভূপতিকে আইন লঙ্ঘনের অভিযোগে ২ বছরের জন্য খেলা থেকে নির্বাসিত করে।

ঝাড়গ্রাম রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রামের রাজ কলেজ। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন কলেজের অধ্যক্ষ। অন্য দিকে, এই ঘটনায় আহত হয়েছেন এক অধ্যাপকও। আহত হয়েছেন আরও দুই ছাত্র। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে হস্টেলের অব্যবস্থা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল ছাত্ররা। বিষয়টি নিয়ে তারা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এই ছাত্ররা টিএমসিপি-র সদস্য বলে জানা গিয়েছে। তারা যখন স্লোগান দিয়ে কলেজের ভিতরে ঢুকছিল সেই সময় টিএমসিপি-র অন্য একটি গোষ্ঠীর সহ-সভাপতি সৌমেন আচার্য তাঁর দলবল নিয়ে এই ছাত্রদের পথ আটকান। শুরু হয় বচসা, তারপর হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ এলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে সৌমেনের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আহত অধ্যক্ষ, অধ্যাপক ও ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকুরিয়ায় মহিলার হার ছিনতাই
আজ সকাল ৬.৩০ নাগাদ ঢাকুরিয়া রেল স্টেশনের কাছে এক মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় ৩ দুষ্কৃতী বাইকে করে এসে মহিলার পথ আটকায়। তাঁর গলা থেকে হার ছিনতাইয়ের চেষ্টা করলে মহিলা বাধা দেন। চিত্কার করে লোক জড়ো করার চেষ্টা করলে কয়েকজন সাহায্য করার জন্য এগিয়ে আসেন। বেগতিক দেখে দুষ্কৃতীদের মধ্যে একজন পিস্তল বের করে শূন্যে ৩ রাউন্ড গুলি চালায়। আতঙ্কিত হয়ে ওই মহিলা হার দিয়ে দেন তাদের হাতে। তারপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। প্রসঙ্গত, গতকালই যাদবপুরে ঠিক একই কায়দায় ছিনতাই করে দুষ্কৃতীরা। দু’টি ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বেলঘরিয়ায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র বিক্ষোভ
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে বেলঘরিয়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। গতকাল বিকেল থেকে অধ্যাপকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ কোনও ক্যাম্পাসিংয়ের ব্যবস্থাই করেনি। অনেক দিন ধরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও বিশেষ সাড়া মেলেনি। এক ছাত্রের কথায়, বাধ্য হয়েই তারা এই পথ বেছে নিয়েছে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গতকাল থেকেই পুলিশ কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিন্তু ছাত্ররা গেট আটকে রাখায় পুলিশ এখনও পর্যন্ত ঢুকতে ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছে। সাহায্য চাওয়া হয়েছে স্থানীয় মানুষদের। কর্তৃপক্ষের কাছ থেকে কোনও লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আসানসোলে যুবকের দেহ উদ্ধার
আসানসোলে দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায় মাঠ থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সাগর মাঝি। তার দেহের পাশ থেকে মিলেছে মদের বোতল ও গ্লাস। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন আগে চুরির অপবাদে সাগরকে ব্যাপক মারধর করা হয়। তারপর থেকে সে এলাকাছাড়া ছিল। আজ সকালে পুলিশ তার দেহ উদ্ধার করে। এ দিকে, সাগরকে খুনের অভিযোগ আনা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

টিটাগড় জুটমিলে আগুন
গতকাল গভীর রাতে টিটাগড়ের টেনিসন জুটমিলের গুদামে মজুত রাখা পাটে আগুন লাগে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বহু ক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার কর্তৃপক্ষ সূত্রে খবর, আগুনে প্রায় কয়েক লক্ষ টাকার পাট ভস্মীভূত হয়ে গেছে। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.