স্কুল ফুটবলে সেরা দক্ষিণ কলকাতা
নূর্ধ্ব ১৪ বছরের ৫৮তম রাজ্য স্কুল ফুটবলে চাম্পিয়ন হল দক্ষিণ কলকাতা। হুগলিকে ৩-১ গোলে হারাল তারা। ৩টি গোলের মধ্যে ২টি সেরা ফুটবলার বাবু ঘোষের। গত রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‘মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেমস’-এর সভাপতি শেখ ফুরকান বলেন, “রাজ্যের ১৯টি জেলা নিয়ে ১৯টি ফুটবল টিম গঠন করা হয়। ওই দলগুলির মধ্যে প্রথম পর্যায়ে যোগ্যতা নির্দ্ধারণের জন্য প্রতিযোগিতা হয়। সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে।” সেমিফাইনালে ওঠে দক্ষিণ কলকাতা, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা।
ব্যারাক স্কোয়ার ময়দানে গত শনিবার ওই চার দলের মধ্যে সেমিফাইনাল খেলা হয়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ কলকাতা ১-০ গোলে নদিয়াকে পরাস্ত করে ফাইনালে পৌঁছয়। ওই দিনই দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয় হুগলি ও উত্তর ২৪ পরগনার মধ্যে। কিন্তু গোল শূন্য অবস্থায় ওই দিন খেলা অসমাপ্ত থাকে। ‘মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেমস’-এর সংগঠক দেবাশিস চক্রবর্তী বলেন, “সন্ধ্যা ঘনিয়ে এলে আলোর অভাবের কথা তুলে প্রতিদ্বন্দ্বী দু’টি দলের পক্ষ থেকে খেলা বন্ধ রাখার দাবি করা হয়। ওই দাবি মেনে নিয়ে অমীমাংসিত অবস্থায় সেদিনের মতো খেলা বন্ধ করে দেওয়া হয়। পর দিন রবিবার সকালে ট্রাইবেকার হয়। হুগলি ৪-১ গোলে উত্তর ২৪ পরগনাকে হারিয়ে ফাইনালে ওঠে।”
হুগলি ও দক্ষিণ কলকাতার ফাইনালে নির্দ্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত থাকে। অতিরিক্ত সময়ে দক্ষিণ কলকাতা ২ গোল দিয়ে ৫৮তম চ্যাম্পিয়ন হয়। সেরা পুটবলার বাবু ঘোষ। অন্য দিকে, তেহট্ট মহকুমা সম্পর্ক ফুটবলে সবোর্চ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হল তেহট্ট থানা। ৬ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে করিমপুর থানা। ২ সেপ্টেম্বর থেকে মহকুমার মোট পাঁচটি থানাকে নিয়ে শুরু হয়েছিল সম্পর্ক ফুটবল লিগ অন্যদিকে করিমপুর স্কুল স্পোর্টস অ্যসোসিয়েশনের পরিচালনায় ইন্টার স্কুল ২০১২ নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বালিয়াডাঙা হাই স্কুল মঙ্গলবার করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে বালিয়াডাঙা হাই স্কুল ৩-০ গোলে মহিষবাথান মনোজমোহন বিদ্যামন্দিরকে পরাজিত করে মোট দশটি স্কুল অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.