বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড দুপুর ৩.৩০ বিস্তারিত স্কোর
ভারত বনাম আফগানিস্তান রাত ৭.৩০ বিস্তারিত স্কোর
খেলার বিস্তারিত খবর জানতে...
জিম্বাবোয়ের জারভিসের উইকেট নিয়ে আনন্দে মেতেছেন শ্রীলঙ্কার মেন্ডিস ও সঙ্গকারা। হাম্বানটোটায় রয়টার্সের তোলা ছবি।
Pause