টুকরো খবর
মাদকবিরোধী শিবির
যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে বোলপুরে মাদকবিরোধী আলোচনা ও জনসচেতনতা শিবির হয়ে গেল। বোলপুর পুরসভা ও বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার শৈলবালা বালিকা বিদ্যালয়ে ওই শিবির হয়। যোগদানকারীরা মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া-সহ সামাজিক ভাবে তাদের বয়কটের দাবি তোলেন। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরে মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি, পুরপ্রধান সুশান্ত ভকত। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “মাদকের ভয়াবহতা, আইনি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পুলিশ, প্রশাসনকে সঙ্গে নিয়ে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে।” কয়েকদিন আগেই দুই মাদকাসক্ত যুবক মাদক কেনার টাকা না পেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর মাদক পাচার ও বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অভিযানে নামেন বাসিন্দারা। অপরাধীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ ও থানা ঘেরাও করেন তাঁরা। এ দিন মহকুমাশাসক বলেন, “মাদক পাচার, বিক্রি সম্পর্কে খবর পেলে পুলিশকে জানান। পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।”

বিক্ষোভে পড়লেন স্বাস্থ্য প্রতিনিধিরা
ছবি: শুভ্র মিত্র।
পরিদর্শনে এসে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের স্বাস্থ্য দফতরের মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপের প্রতিনিধিরা। রবিবার রোগীর আত্মীয়েরা ওষুধের অমিল, কম চিকিৎসক থাকা প্রভৃতি অভিযোগে তাঁদের বিক্ষোভ দেখান। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষেও রাজ্য সহ সম্পাদক জয়মাল্য ঘোষ জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তাঁদের কাছে এক গুচ্ছ প্রস্তাব লিখিত ভাবে দেন। সুব্রত মৈত্রের নেতৃত্বে প্রতিনিধিরা শনিবার ও রবিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ, বিষ্ণুপুর ও খাতড়া মহকুমা হাসপাতাল এবং রানিবাঁধের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কী ভাবে পরিষেবা আরও বাড়ানো যায়, তা দেখতেই ওই প্রতিনিধি দল এসেছিলেন।”

প্রতিবন্ধী-শিবির
রবিবার দাঁতন-১ ব্লকের মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও হেরিটেজ ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে ১৫০ জন প্রতিবন্ধীকে নিয়ে একটি শিবির হল। স্কুলের প্রধান শিক্ষক ভক্তিপদ দাস ও ওই ট্রাস্টের চেয়ারম্যান মনোজ কুমার প্রধান জানান, ওই শিবিরে প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে ট্রাস্টের তরফ থেকে চিকিৎসার সুযোগের জন্য শংসাপত্র দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী পড়ুয়াদের লড়াইকে মর্যাদা দেওয়ার জন্য তাদের একটি করে পদক দেওয়া হয়। সরকারি প্রকল্পের সুবিধার রূপরেখা একটি করে নথিও তুলে দেওয়া হয় তাদের হাতে।

এনসেফ্যালাইটিসে মৃত্যু শ্রীরামপুরে
এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ন’বছরের এক বালিকার। শ্রীরামপুরের পাঁচুবাবুর বাজার এলাকার বাসিন্দা ঈষা মাহাতো নামে ওই বালিকাকে শনিবার দুপুরে ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই সে মারা যায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মশারি বিলি
রবিবার খড়্গপুরের মথুরাকাটিতে হল মশারি বিতরণ শিবির। খড়্গপুর মানবসেবা মিশনের উদ্যোগে চুনাপট্টি বস্তির ৫০টি পরিবারকে মশারি বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জয়তী লাহিড়ি, সৌম্য দত্ত শর্মা, রবীনা ঘোষ, মুন্নালাল শর্মা প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক গৌতম রায় জানান, ডেঙ্গি প্রতিরোধের জন্যই এই উদ্যোগ।

শিবির
রবিবার ডিওয়াইএফের রক্তদান শিবির হল খড়্গপুরের খরিদায়। ১০০ জন রক্তদান করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.