টিটাগড়ের রঙের গুদামে আগুন |
টিটাগড়ে ওয়াগন ফ্যাক্টরির রঙের গুদামে হঠাত্ই আগুন লাগে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ। স্থানীয় মানুষ দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে ৭টি ইঞ্জিন এসে পৌঁছয়, পরে আরও ১২টি এসে পৌঁছেছে। তবে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে দমকলকর্মীদের তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও রঙের জন্যই আগুন দ্রুত ছড়াচ্ছে বলে খবর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এত ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে।
|
বেঙ্গল ল্যাম্পের বন্ধ কারখানা থেকে গ্যাস লিক |
আজ সকালে যাদবপুরের বাঘাযতীন সংলগ্ন এলাকায় বেঙ্গল ল্যাম্পের বন্ধ কারখানা থেকে হঠাত্ই অ্যামোনিয়া গ্যাস লিক করায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। সঙ্গে ছিল যাদবপুর থানা থেকে আসা পুলিশবাহিনী। গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন দমকলকর্মী। প্রাথমিক ভাবে অনুমান, সঞ্চিত সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে। এই লিক হওয়া সিলিন্ডার সরিয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করেছে দমকল।
|
শিবপুর থেকে উদ্ধার পার্ক স্ট্রিটের অপহৃত ব্যবসায়ী |
গতকাল পার্ক স্ট্রিট থেকে অপহৃত ব্যবসায়ী উপেন্দ্র রামকে হাওড়ার শিবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রাহুল জৈন নামে এক ব্যক্তিকে মুক্তিপণের টোপ দিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে ধৃতকে জেরা করে এই ঘটনায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। |