নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এ বার রেঞ্জ অফিসের ডিপো থেকে সেগুন কাঠের লগ নিয়ে পালাল দুষ্কৃতীরা। গত বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব দমনপুর রেঞ্জে। প্রথমে ঘটনাটি চেপে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। বন দফতরের ডিপো থেকে কাঠ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় নৈশপ্রহরীরা ঘুমোচ্ছিলেন বলে অভিযোগ। অস্থায়ী ওই দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদ করেছেন বন কর্তারা। বন দফতর সূত্রের খবর, ওই ডিপোতে কাঠ পাহারা দেওয়ার জন্য দু’জন অস্থায়ী চৌকিদার আছেন। রেঞ্জ অফিসের ১০০ মিটারের মধ্যে পুলিশের ক্যাম্প রয়েছে। পাশাপাশি, রেঞ্জ অফিসের পাশের রাস্তায় চেকপোস্টে থাকেন কর্মীরা। এত নিরাপত্তা থাকার পরেও কী ভাবে দুষ্কৃতীরা তার কাঁটার বেড়া দিয়ে ঢুকে কাঠের লগ চুরি করে পালাল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি, এত বিষয়টি বনমন্ত্রী হিতেন বর্মনকে জানানো হয়নি বলে মন্ত্রী জানান। বনমন্ত্রী বলেন, “কর্তারা এ ব্যাপারে কিছুই জানায়নি। সংবাদমাধ্যমের কাছ থেকে চুরির বিষয়টি জেনেছি। কড়া পদক্ষেপ করা হবে।”
|
প্যাঁচামুখো বাঁদরের সঙ্গে মিল থাকলেও নতুন প্রজাতির বাঁদরের খোঁজ মিলল কঙ্গোয়। নাম লেসুলা। বুক-চিবুক সোনালি, হাত-পা কালচে। পিছনে লাল-নীলের অদ্ভুত মিশেল। |