আজকের শিরোনাম
রাজ্য জুড়ে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বেলা ১১টায় হাওড়া ব্রিজে করবে বিজেপি। অন্যদিকে কোনা এক্সপ্রেসওয়ে ও সাঁতরাগাছিতে পথ অবরোধ করতে চলেছে ডিওয়াইএফআই। লিটার প্রতি ৫টাকা ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে ২৪ ঘন্টার মধ্যে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। আজ বেলা ২টোয় বৈঠকে বসতে চলেছে তারা। অন্যদিকে সাড়ে ৩টেয় বৈঠকে করবে মিনিবাস কোঅর্ডিনেশন কমিটিও। অবিলম্বে ভাড়া না বাড়ালে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে বাস মালিকেরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ৪টে নাগাদ পথে নামতে চলেছে তৃণমূল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ‘কঠোর’ পদক্ষেপ নিতে পিছপা হবে না তৃণমূল বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও। অন্যান্য দলের সঙ্গে আলোচনা করেই কর্মসূচী ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

ডিজেলের মূল্যবৃদ্ধি, ঊর্ধ্বমুখী সেনসেক্স
গতকাল মধ্যরাত থেকেই লিটার প্রতি ৫টাকা বৃদ্ধি পেল ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৪৯ টাকা ৭৬ পয়সা। একই সঙ্গে রান্নার গ্যাসে ভর্তুকির ওপরেও রাশ টানল কেন্দ্র। এর প্রভাব মধ্যবিত্তের হেঁশেলে পড়লেও প্রত্যক্ষ প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিএসই সেনসেক্স ৪০৬ পয়েন্ট ও নিফটি বাড়ল ১১৮ পয়েন্ট। ফলত সূ্চক বেড়ে প্রায় সাড় ১৮ হাজারের ঘরে পৌঁছেছে।

ডোমকলে কংগ্রেস-সিপিএম সংঘর্ষ
আজ সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস-সিপিএম সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএমের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী একটি বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলত সকাল থেকেই বাড়িটি ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি করায় সংঘর্ষ মাত্রা ছাড়ায়। বোমাবাজিতে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তবে এলাকা দখলকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত বলে প্রাথমিক অনুমান পুলিশের। এখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কোচিং ক্লাসের দেওয়াল ভেঙে বিপত্তি
কোচিং ক্লাসের দেওয়াল চাপা পড়ে জখম হল বেশ কিছু ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের মশারহাটের এক কোচিং সেন্টারে। আজ সকালে পড়ানোর সময় হঠাত্ই ঘরটির মাটির দেওয়াল ধসে পড়ে। মাটি চাপা পড়ে আহত হয় প্রায় ১৫ জন ছাত্রছাত্রী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত ছাত্রছাত্রীদের সুচিকিত্সার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।

হাওড়ায় ছাত্রীর শ্লীলতাহানি
ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল হাওড়ায়। গতকাল রাতে বাগনানের স্টেশন রোডে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কলেজ থেকে ফেরার পথে ছাত্রীটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কাপড়ের দোকানের কর্মচারী অভিযুক্ত ওই যুবকের বাড়ি কোলাঘাটে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.