বিনোদন কাকাবাবু, অ্যান্টনিতে মিললেন গুরু-শিষ্য
ক এক্কে তিন। গুরু, শিষ্য আর ‘ফিল্ম’!
মিললেন, তাঁরা মিললেন। আবার। ‘সব আগের মতো’ হওয়ার উড়ানে তাঁদের সঙ্গী হলেন কাকাবাবু রাজা রায়চৌধুরী আর হান্সমান অ্যান্টনি ‘ফিরিঙ্গি’।
তাঁরাই মেলালেন ‘গুরু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ‘শিষ্য’ সৃজিত মুখোপাধ্যায়কে। দুরন্ত জুটিতে সাময়িক বিচ্ছেদ-পর্ব এবং সম্পর্কের ‘শৈত্য’ নিয়ে বিস্তর আলোচনাকে সটান গ্যালারিতে ফেলে জোড়া সেঞ্চুরি হাঁকাতে আবার তাঁরা ‘বাইশ’ গজে।
কাজেই আর বিলম্ব নয়! জানুয়ারিতে ‘মিশর রহস্য’, জুলাইয়ে ‘জাতিস্মর’। ২০১৩-এ পরপর এই দু’টো ছবির শ্যুটিং শুরু করে দিচ্ছেন সৃজিত। প্রথমটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে কাকাবাবুর অ্যাডভেঞ্চার। দ্বিতীয়টা পুনর্জন্ম-ঘেঁষা প্রেমের গল্প। যে গল্পে ফিরে ফিরে আসবেন অ্যান্টনি কবিয়াল। এবং এই দু’টো ছবিরই নামভূমিকায় স্বয়ং প্রসেনজিৎ। তিনি কাকাবাবু। ‘জাতিস্মর’-এ তিনিই আবার ডাবল রোলে। এক দিকে ২০১২-র প্রেমের গল্পের নায়ক, আবার ‘পূর্বজন্মের’ অ্যান্টনি কবিয়ালও বটে!
ওই যে বলছিলাম, গুরু-শিষ্য ছক্কা হাঁকাচ্ছেন! নইলে ‘মিশর রহস্যে’র শ্যুটিং করতে সাধে কি তাঁরা সটান মিশরেই গিয়ে হাজির হচ্ছেন, আর ‘জাতিস্মর’ ক্যামেরাবন্দি করতে পর্তুগালে? সম্ভবত এই প্রথম কোনও বাংলা ছবির শ্যুটিং হতে চলেছে পর্তুগালে। আর মিশর যাওয়ার ভাবনা রয়েছে জানুয়ারিতে।
মজার ব্যাপার হল, সৃজিতের পরিচালনায় প্রসেনজিতের ‘কাকাবাবু অবতারের’ খবর বা প্রস্তুতি কোনওটাই নতুন নয়। ‘মিশর রহস্যে’র কাজ তো এগিয়ে গিয়েছিল অনেকটাই। ‘হেমলক সোসাইটি’র পর সৃজিতের এই ছবির চিত্রনাট্যও তৈরি ছিল। এমনকী মিশর রওনা হওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। প্রসেনজিৎ বাড়িতে কাকাবাবু-সুলভ চশমা আর ‘ট্রেডমার্ক’ ক্রাচ নিয়ে হাঁটাচলার মহড়া পর্যন্ত দিচ্ছিলেন।
ঠিক এই অবস্থা থেকে হঠাৎ কোথাও যেন সুতো কেটে যায়। থমকে যায় কাকাবাবুর কাজ। প্রসেনজিৎ আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে বলেই ফেলেন, কাকাবাবুর চিত্রনাট্য নিয়ে আরও কাজ করা দরকার। সৃজিতের সঙ্গে পরপর দু’টো হিটের পর ‘হেমলক’-এর মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাবটা কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ। পরে বলেছিলেন, “চিত্রনাট্য শুনে মনে হয়েছিল, এটা পরমব্রত, আবিররাও করতে পারে। সেই ‘বুম্বাদা’ ব্যাপারটা স্ক্রিপ্টে নেই।” শেষ পর্যন্ত পরমব্রতকেই নেন সৃজিত।
দেখতে গেলে, তাতেও কিন্তু ‘অস্বাভাবিক’ কিছু নেই। মেঘটা জমতে থাকে কাকাবাবুর কাজ শুরু হয়েও বন্ধ হওয়ার খবর ছড়ানোর পর। ইতিমধ্যে প্রসেনজিৎও মিশরের বদলে চলে যান আইসল্যান্ড ‘হনুমান ডট কম’ ছবির শ্যুটিংয়ে। কেউ কেউ সেই সময়ে বলেছিলেন, ‘অটোগ্রাফ’ আর ‘বাইশে শ্রাবণ’-এর সাফল্যের কৃতিত্ব কার নায়ক প্রসেনজিতের, পরিচালক সৃজিতের, নাকি সঙ্গীত পরিচালক অনুপম রায়ের, এই টানাপোড়েনটা গুরু-শিষ্যের সম্পর্কে একটা ছাপ ফেলেছিল। সব দেখেশুনে একটু দমেই গিয়েছিল সিনে-রসিকদের একাংশ। দিব্যি তো ছুটছিল জুটির ঘোড়া। তুখোড় অভিনয়, টানটান চিত্রনাট্য, সুপারহিট গানে বিনোদনের ‘উনিশ আনা’ উসুল। তার মধ্যে গণ্ডগোলটা হবে কেন?
ছেড়ে দিন, এখন আর ও সব ভেবে লাভ নেই। সৃজিত এবং তাঁর ‘গুরু’ তো দেখিয়েই দিচ্ছেন, তাঁদের লম্বা ইনিংসে কোনও গণ্ডগোলের ভ্রূকুটি নেই। এই যে সিঙ্গাপুরে চলচ্চিত্র উৎসবে গেলেন দু’জনে, সেখানে সক্কলে দেখেছেন, চূড়ান্ত আড্ডা-ইয়ার্কি-খুনসুটিতে ডুবে নায়ক-পরিচালক। সেই আদি-অকৃত্রিম রসায়ন! প্রত্যয় নয়া উড়ানের। মিশর থেকে পর্তুগাল।
যে নয়া উড়ানে আবার অনেক কিছুই ‘প্রথম’।
বাংলা ছবির পর্তুগালে শ্যুটিংটা তো রয়েইছে, তার পর এই প্রথম সৃজিতের ছবিতে ‘সুমনের গান’। হ্যাঁ, ‘জাতিস্মর’-এর সঙ্গীত পরিচালক কবীর সুমন। ধরে নেওয়া যায়, সুমনের ‘জাতিস্মর’ গানটাও থাকবে এই ছবিতে। অনুপম রায়ও এ ছবির জন্য কয়েকটা গান বাঁধছেন। উচ্ছ্বসিত সৃজিত বলছেন, “কবীর সুমনের সঙ্গে কাজ করাটা আমার স্বপ্ন ছিল।” তা ছাড়া ‘জাতিস্মরে’ই প্রথম বার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাইরে কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন সৃজিত। এ ছবির প্রযোজক রানা সরকারের ডিসি মিডিয়া। ‘মিশর রহস্য’ অবশ্য ভেঙ্কটেশ ফিল্মসই করছে। প্রসেনজিতের সঙ্গে ভেঙ্কটেশের একটা মন কষাকষির গুজব মাঝে শোনা গিয়েছিল। বোঝাই যাচ্ছে, সেই কানাঘুষোকেও বাউন্ডারি পার করিয়ে দেওয়া হয়েছে।
প্রসেনজিৎ বলেই দিচ্ছেন, ‘জাতিস্মর’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। “অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে এই গল্পটা সৃজিতের মাথায় ছিল বহু দিন ধরেই। গল্পটা অনেক আগে আমার শোনা হয়ে গিয়েছে। ডাবল রোল করছি”, বলছেন ‘বুম্বাদা’। ‘অটোগ্রাফ’ ছবিটায়, ছবির ‘ভেতরে’ শ্যুট হওয়া ছবিটায়, এমনকী চরিত্রের নামে আগাগোড়াই উত্তমকুমারের ছায়া ছিল ‘অরুণ চট্টোপাধ্যায়’, থুড়ি, প্রসেনজিতের উপরে। সে বার ভিতটা ছিল সত্যজিৎ রায়ের ‘নায়ক’, আর এ বার অ্যান্টনি ফিরিঙ্গি। আবার উত্তমকুমারের চরিত্র? “দেখুন, এটা একটা আগাগোড়া নতুন ছবি”, সপাট উত্তর প্রসেনজিতের “উত্তমজেঠুর ছবিটা ছিল অ্যান্টনি ফিরিঙ্গির জীবন নিয়ে। এটা তা নয়। এখানে আমি আমার মতো করে চরিত্রটা করব।”
তবে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র মতো ‘জাতিস্মর’ও ‘মিউজিক্যাল’ ছবি। প্রচুর গান। সৃজিত জানালেন, পর্তুগাল ছাড়াও শ্যুটিং হবে চন্দননগর আর কলকাতায়। রোম্যান্টিক ছবি। নায়িকা কে হবেন? শোনা যাচ্ছে, স্বস্তিকা মুখোপাধ্যায় অথবা কঙ্কনা সেনশর্মা। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। তবে প্রযোজক জানিয়ে দিয়েছেন, প্রসেনজিৎ যে থাকছেন, এটা নিয়ে আর সন্দেহের কোনও অবকাশ নেই।
অতঃপর? আর কী, শুরু হয়ে যাক কাউন্টডাউন। কাকাবাবু-সন্তু আর অ্যান্টনি কবিয়াল একটা কুর্নিশ দাবি করতেই পারেন। কারণ, যেটা হতে চলেছে, যেটা তাঁরা ঘটিয়েছেন, তাতে আখেরে লাভের কড়ি গুনবে টালিগঞ্জ, তথা বাংলা ছবি তথা মজলিশি দর্শককুল।
মেলালেন, তাঁরাই তো মেলালেন!

***********************************************************
রানি ছবির প্রচারে।
বৃহস্পতিবার মুম্বইয়ে।
ছবি: এএফপি
নিজের অভিনীত একটি ছবির প্রচারে আলিপুরে
পুলিশের বডিগার্ড লাইন্সে কোয়েল মল্লিক।
বৃহস্পতিবার। ছবি: বিশ্বনাথ বণিক


কে’ মাহাত্ম্য
কে কে কে। বিয়ের পরে তিনি হবেন করিনা কপূর খান। নিজেই জানালেন। তবে কি ধর্মও পরিবর্তন করবেন? চটজলদি উত্তর, “ভুলভাল প্রশ্ন। ও সব বলব না।”

হাসপাতালে বিপাশা
সামান্য জ্বরেই কাবু। জ্বর ও দুর্বলতার কারণে বুধবার বিকেলবেলা লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.