|
|
|
|
মাঝ রাস্তায় যাত্রী নামিয়ে সাসপেন্ড চালক-কন্ডাক্টর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হল যাত্রীদের! তা-ও সন্ধ্যার অন্ধকারে, একেবারেই অপরিচিত এলাকায়। এমন গুরুতর অভিযোগ উঠেছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি)-এর এক বাস চালক ও এক কন্ডাক্টরের বিরুদ্ধে। মাঝ রাস্তা থেকেই ওই বাসটির এক যাত্রী সরাসরি ফোন করে অভিযোগ জানান পরিবহণ মন্ত্রী মদন মিত্রের কাছে। এসবিএসটিসি সূত্রে খবর, সাসপেন্ড করা হয়েছে ওই চালক ও কন্ডাক্টরকে।
শুক্রবার সন্ধায় সাড়ে ছ’টা নাগাদ ধর্মতলা-বর্ধমান রুটের ওই বাসটি ধর্মতলা স্ট্যান্ড থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু বাসের শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র খারাপ থাকায় দু’ঘণ্টা পরে, রাত সাড়ে আটটা নাগাদ বাসটি ছাড়ে। রাত সাড়ে ন’টা নাগাদ উল্লাসপুর নামে একটি জায়গায় পৌঁছনোর পরে চালক অর্ধেন্দু ধীবর হঠাৎ বাস থামিয়ে দেন। অভিযোগ, অর্ধেন্দুবাবু জানান বাস আর যাবে না। অত রাতে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকে কলকাতা এবং বর্ধমানে আত্মীয়-বন্ধুদের ফোন করে ঘটনার কথা জানান। গাড়ি চেয়ে পাঠানো হয়। ফোন করা হয় এসবিএসটিসি-র কন্ট্রোল রুমে। এক যাত্রী সেখান থেকেই মদন মিত্রকে ফোন করেন। মদনবাবু স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ওই ঘটনার পর চালক অর্ধেন্দুবাবু ও বাসের কন্ডাক্টর এস কে দে-কে সাসপেন্ড করা হয়। পরে মদনবাবু বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।” |
|
|
|
|
|