এসএফআইয়ের নয়া দলিলে খোঁচা
কংগ্রেস-প্রশ্নে বিতর্কের ইন্ধন ছাত্র ফ্রন্টে
যুব-র পরে এ বার ছাত্র ফ্রন্ট। ফের ঝড়ের কেন্দ্রে সিপিএমের সংগঠনের প্রকাশিত দলিল! এবং বিতর্ক আবার কংগ্রেসের সঙ্গে ‘সমঝোতা’ নিয়েই!
মাসদুয়েক আগের রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত ঘিরে পৃথগন্ন হয়েছিল দুই বাম শরিক সিপিএম এবং সিপিআই। কংগ্রেসের আর্থিক নীতির বিরোধিতার কথা বলে সিপিএম কেন প্রণববাবুকে ভোট দিচ্ছে, প্রশ্ন তুলেছিল সিপিআই। সেই বিবাদের জের এখনও অব্যাহত। সিপিএমের মধ্যেই ওই সিদ্ধান্তের বিরোধিতা করে জেএনইউ-এর যে ইউনিট এসএফআইয়ের ‘অনুমোদন’ খুইয়েছে, সেই ‘বিদ্রোহী’দের সঙ্গে হাত মিলিয়েই এ বার ওই বিশ্ববিদ্যালয়ে লড়তে চলেছে সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফ। এমন টানাপাড়েনের আবহে আরও বিতর্কের ইন্ধন জোগাচ্ছে এসএফআইয়ের নতুন দলিল। যেখানে অবিভক্ত কমিউনিস্ট পার্টির জমানায় এআইএসএফ নেতৃত্বের কংগ্রেস-মনস্কতাকে তুলোধোনা করা হয়েছে!
মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলনের আসর থেকে ‘আওয়ার স্ট্রাগল আওয়ার হেরিটেজ’ শীর্ষক একটি ৬৩ পাতার পুস্তিকা প্রকাশ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। এ দেশে ছাত্র আন্দোলনের ঐতিহ্য সংক্ষেপে দু’মলাটের মধ্যে এনে বর্তমান ছাত্র সংগঠনের ভবিষ্যতকে ‘উদ্বুদ্ধ’ করার চেষ্টা হয়েছে ওই পুস্তিকায়। সেখানেই বলা হয়েছে, গত শতকের পাঁচের দশকে এআইএসএফ নেতৃত্ব কী ভাবে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলার লাইন আঁকড়ে ধরে ছিলেন। তার জন্য বিভিন্ন রাজ্যে ছাত্রদের গণ-আন্দোলনের ভিতরে কী ভাবে ‘হতাশা ও ক্ষোভ’ তৈরি হয়েছিল। বলা হয়েছে, ছয়ের দশকে এআইএসএফ নেতৃত্ব কী ভাবে কংগ্রেসের নীতিকে সমর্থন করার স্লোগান আরও জোরালো ভাবে দিতে শুরু করেছিলেন। তার জেরে কিছু রাজ্যে ‘স্বতন্ত্র’ সংগঠন কী ভাবে মাথা চাড়া দিয়েছিল এবং এই ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে কী ভাবে এসএফআইয়ের আত্মপ্রকাশ ঘটল এই বৃত্তান্তই সংক্ষেপে পেশ করা হয়েছে নতুন এই পুস্তিকায়।
কংগ্রেস-পরিচালিত সরকারের ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে যখন এককাট্টা হয়ে লড়ার কথা বলছেন বাম নেতৃত্ব, সেই সময় কংগ্রেসেরই প্রশ্ন তুলে এসএফআইয়ের তরফে ‘ভ্রাতৃপ্রতিম’ সংগঠনকে এমন খোঁচা স্বভাবতই বাম শিবিরে চাঞ্চল্য তৈরি করছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেসের সঙ্গে ‘সমঝোতার অভিযোগে’ সিপিএম এবং তাদের ছাত্র নেতৃত্ব যখন প্রসেনজিৎ বসুদের সৌজন্যে কাঠগড়ায়, তখনই এমন পুস্তিকা প্রকাশ করে ইতিহাস স্মরণের ছলে অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে হয়েছে বলেই সিপিএম সূত্রের খবর। তাৎপর্যপূর্ণ ভাবে, এই পুস্তিকাতেই ঠাঁই পেয়েছে সিপিআইয়ের প্রয়াত নেতা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সবিস্তার বক্তব্য! রয়েছে এম বাসবপুন্নাইয়া থেকে বিমান বসু, প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরির বিভিন্ন সময়ে নেওয়া সাক্ষাৎকার-ভিত্তিক লেখাও।
দলিল-বিতর্কের মাঝেই শুক্রবার মাদুরাইয়ে যবনিকা নেমেছে এসএফআইয়ের চতুর্দশ সর্বভারতীয় সম্মেলনের। প্রত্যাশিত ভাবেই, ফের সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংসদ পি কে বিজুর জায়গায় নতুন সভাপতি কেরলের ভি শিবদাসন। গত বারের ১৮-র জায়গায় এ বার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী ১৬ জনের। যার মধ্যে তিন জন করে মুসলিম ও মহিলা এবং চার জন দলিত।
হিমাচল প্রদেশ থেকে দু’জন এবং রাজস্থান থেকে এক জন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে এসেছেন, যা ওই দুই রাজ্যে ছাত্র সংগঠনের সাম্প্রতিক সাফল্যের ‘স্বীকৃতি’। কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন ১১ জন। আর এই কমিটি গড়ার সময়েই খবর এসেছে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে জিতেছে এসএফআই। দীর্ঘকাল পরে!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.