তিনি বলেন
স্বল্প পরিমাণে হলেও ডেঙ্গি হচ্ছে।
প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত।
শোভন চট্টোপাধ্যায়
প্রসঙ্গ কলকাতা পুরসভার ডেঙ্গি-যুদ্ধ

আজ জন্মদিন হলে

অসীম দাস
আজকের রাশি: বৃষ।
নক্ষত্র: কৃত্তিকা।
শুভ রং: আকাশি, ফিরোজা, কালো ও কালচে লাল। এড়িয়ে চলুন হলুদ ও ধূসর।
শুভ সংখ্যা: ২, ৩, ৬ ও ৭। এড়িয়ে চলুন ১।

আজ বাড়ির সমস্যায় উদ্বেগ। কর্মক্ষেত্রে ভুলের মাসুল দিতে হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি। পারিবারিক বন্ধু সমস্যা ডেকে আনতে পারে। স্নায়ু ও রক্তচাপের সমস্যা।
 
সতর্ক থাকুন
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।

এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।

ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে।

৫০ বছর আগে

ফুটপাথ ঘেরা নিয়ে

দুর্গাপূজায় ফুটপাত ঘেরা লইয়া কর্পোরেশনের স্ট্যান্ডিং টাউন প্ল্যানিং কমিটি ও কমিশনারের মধ্যে মতদ্বেষ হইয়াছে। কমিশনার মত, ফুটপাত ঘিরিয়া মণ্ডপ নির্মাণ করা যাইবে না।

—আনন্দবাজার পত্রিকা, ৭ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত।


Calcutta Kothae Ki


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.