আজকের শিরোনাম
ফুলকুসুমার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
বাঁকুড়ার রাইপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় আজ আরও বাড়ল মৃতের সংখ্যা। গতকাল দুপুরে বাঁকুড়ার বারিকুল থানার অমৃতপাল গ্রামের কাছে খরস্রোতা ভৈরববাঁকি নদীতে হড়পা বানে ভেসে যায় একটি যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম থেকে বর্ধমানগামী বেসরকারি বাসটির ভিতর প্রায় ৫০ জন যাত্রী ও ছাদে অরও কয়েকজন যাত্রী ছিলেন। স্থানীয় মানুষদের প্রচেষ্টায় ৩৬ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন। আজ নদী থেকে আরও ৭জনের দেহ উদ্ধার করা গেছে বলে প্রশাসন সূত্রে খবর। দুর্ঘটনায় মৃত বাসযাত্রীদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের ছাত্রীর শ্লীলতাহানি
ধর্ষিতাদের ক্ষতিপূরণ আশ্বাসের মধ্যেই ফের রাজ্যে শ্নীলতাহানির ঘটনা ঘটল। হলদিয়ায় দ্বাদশ এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শুভময় গোস্বামী নামে একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। টিউশন থেকে সাইকেলে করে ফেরার পথে ছাত্রীটির সঙ্গে অভব্য আচরণ করতে থাকে একাদশ শ্রেণীর তিনটি ছাত্র। এদের মধ্যে একজনকে ধরা গেলেও বাকি দু’জন এখনও পলাতক।

মুম্বইয়ের বাণিজ্যিক ভবনে আগুন
আজ সকালে মুম্বইয়ের একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা এলাকায়। ১৫ তলা ভবনের ১২ তলায় আগুন লাগলেও ক্রমশ তা ১৪ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। তবে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছেন দমকলকর্মীরা। আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দেল পোত্রোকে হারিয়ে সেমিফাইনালে জকোভিচ
২০০৯-এর চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্র ওপেনের সেমি ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে দেল পোত্রোকে ৬-২, ৭-৬(৩), ৬-৪ ফলাফলে হারান তিনি। চতুর্থ রাউন্ডে রজার ফেডেরারকে হারালেও এদিন জকোভিচ-ঝড়ের সামনে কার্যত উড়ে যান দেল পোত্রো। সেমিফাইনালে জকোভিচের প্রতিদ্বন্দ্বী ডেভিড ফেরার যিনি অপর কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার জ্যাঙ্কো টিপসারোভিচকে ৪ ঘন্টা ৩১ মিনিটের ম্যারাথন লড়াইয়ে হারান। খেলার ফল ৬-৩, ৬-৭(৫), ২-৬, ৬-৩, ৭-৬(৪)।

শিশু বিক্রির অভিযোগে ধৃত মামা
দেড় বছরের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ উঠল তারই এক মামার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিশুটির মামা ও তার দুই সঙ্গীকে আজ গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। অপরাধীদের সঙ্গে পাচারচক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.