টুকরো খবর |
ত্রিপুরা গণহত্যা মামলায় দোষীর মৃত্যুদণ্ড বহাল |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
জারুলবাচাই গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত এনএলএফটি জঙ্গি অশোক দেববর্মা ওরফে আচাকের মৃত্যুদণ্ডের যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল, গৌহাটি হাইকোর্টের আগরতলা ডিভিশন বেঞ্চ তা বহাল রাখল। ১৯৯৭ সালের ১১ ফেব্রুয়ারি, পশ্চিম ত্রিপুরার টাকারজলা থানার অন্তর্গত জারুলবাচাই গ্রামে এক গণহত্যায় ১৫ জনের মৃত্যু হয়। শীতের রাতে এনএলএফটি জঙ্গি সংগঠনের ৩৫ জনের একটি দল একে ৪৭-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত গ্রামবাসীদের উপর চড়াও হয়। আতঙ্কিত গ্রামবাসীরা যে যার মতো পালাতে থাকেন। ভীত-সন্ত্রস্ত্র গ্রামবাসীদের উপর চলে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিবর্ষণ। নির্বিচার গুলি চালিয়েই জঙ্গিরা শান্ত হয়নি। পরে গোটা জারুলবাচাই গ্রামেই আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে আগুনে ছুড়ে ফেলে দিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয় ১৫ জনের। এই গণহত্যার মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। এর মধ্যে ১১ জন এখনও পলাতক। পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করতে পারে। উপযুক্ত প্রমাণের অভাবে ধৃতদের মধ্যে তিন জনকে মুক্তি দেয় জেলা দায়রা আদালত। মামলা চলাকালীন অভিযুক্ত বাকি দু’জনের মধ্যে একজন, গাঁধী দেববর্মা পালিয়ে যায়। ২০০৫ সালে দায়রা বিচারক এই গণহত্যায় গাঁধী দেববর্মা এবং অশোক দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন। পলাতক জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু তাঁর ক্ষেত্রে কোনও সাজা ঘোষণা করেনি আদালত। অশোক দেববর্মা ওরফে আচাককে দায়রা বিচারক মৃত্যুদণ্ড দেন। সেই আদেশকে চ্যালেঞ্জ করেই অশোক দেববর্মার পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট মৃত্যুদণ্ডের আদেশই বহাল রাখল।
|
কয়লা-কাণ্ডে নাম জড়াল গডকড়ী-ঘনিষ্ঠের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি নিয়ে এত দিন সরকারকে লাগাতার আক্রমণ করেছে প্রধান বিরোধী দল বিজেপি। এ বার তাদেরই দলীয় সভাপতির ঘনিষ্ঠ সাংসদের নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। সুযোগ বুঝে প্রাথমিক জড়তা কাটিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেসও। গত ১২ দিন ধরে কয়লা কেলেঙ্কারিতে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়ে সংসদ অচল করে রেখেছে বিজেপি। আগামিকাল সংসদের চলতি অধিবেশনের শেষ দিন। দলের পরিকল্পনা ছিল, শেষ দিনে লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে সংসদের গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসবেন এনডিএ-র সব সাংসদ। কিন্তু সংসদ শেষ হওয়ার ঠিক এক দিন আগে বিজেপি সভাপতি নিতিন গডকড়ীর ঘনিষ্ঠ দলীয় সাংসদের নাম কয়লা কেলেঙ্কারিতে সামনে চলে আসায় কিছুটা ব্যাকফুটে বিজেপি। ছত্তীসগঢ় সিএজি রিপোর্টে জানায়, নিলাম না করে বিজেপি সাংসদ অজয় সানচেটির সংস্থা এসএমএস ইনফ্রাস্ট্রাকচারকে কয়লা খনি বণ্টন করায় রমন সিংহ সরকারের প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
|
অগ্নিকাণ্ডে ধৃত সাত |
সংবাদসংস্থা • শিবকাশী |
বাজি কারখানার অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হল সাত জনকে। কারখানার মালিককেও হন্যে হয়ে খুঁজছে পুলিশ। কাল শিবকাশীর কাছে মুথালীপট্টায় ওই বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। দুপুর একটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে। প্রথমে মৃতের সংখ্যা নিয়ে ধন্দ থাকলেও, পরে জানা যায় অগ্নিকাণ্ডে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক মুরুগেশন। পুলিশের দশটি দল তাঁকে খুঁজছে। পুলিশের এক কর্তা বলেন, “বেআইনি ভাবে কারখানার জমি লিজ দিয়েছিলেন মুরুগেশন।” যিনি লিজ নিয়েছিলেন এবং কারখানা-মালিক, দু’জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না রাখা, বেআইনি ভাবে বাজি মজুত, ছোট জায়গায় অনেক লোক কাজে লাগানোর মতো অভিযোগও রয়েছে মুরুগেশনের বিরুদ্ধে। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান, কারখানায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিক মেশানো হয়েছিল। তা থেকে এমন হতে পারে।
|
কোর্ট: গুজরাত অসহযোগী |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাত সরকার অসহযোগিতার মনোভাব নিয়েছে বলে আজ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গুজরাতের সরকারের প্রাক্তন মন্ত্রী অমিত শাহ এই মামলায় অন্যতম অভিযুক্ত। অমিত শাহের জামিন বাতিল করার আবেদন জানিয়েছিল সিবিআই। এ দিন ওই মামলার শুনানির সময় বিচারপতি আফতাব আলম এবং রঞ্জনা দেশাইয়ের বেঞ্চ বলে, “তিন জনকে এই ঘটনায় ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।” অমিতের জামিন নিয়ে আজ অবশ্য রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। নিজের রাজ্য গুজরাতে অমিত যেতে পারবেন কি না তা নিয়েও আজ কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের তরফে সর্বোচ্চ আদালতে বলা হয়, অমিতের জামিন বাতিল করা না হলে তাঁকে গুজরাতে ঢুকতে দেওয়া উচিত নয়। সিবিআইয়ের এই আবেদন অবশ্য খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
|
ধৃত দুই প্রতারক |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ঋণ দেওয়ার টোপ দিয়ে পাশ বই, এটিএম কার্ড তৈরি করে দিয়েছে। তা নিজেদের কাছে রেখে অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহককে না জানিয়ে মোটা টাকা লেনদেন করা হয়েছে অভিযোগে একটি চক্রের সঙ্গে যুক্ত ২ ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ।
|
বৌদ্ধ বিহারের খোঁজ ওড়িশায় |
সংবাদসংস্থা • জাজপুর |
গুপ্ত-পরবর্তী যুগের এক বৌদ্ধ বিহারের খোঁজ মিলল ওড়িশার কেশরাইপুর-হাতিখোল গ্রামের কাছে। সেখান থেকে পাওয়া গিয়েছে একটি ধ্যানমগ্ন বুদ্ধমূর্তিও।
|
নিশানায় শোধনাগার |
সংবাদসংস্থা • মুম্বই |
জঙ্গি হামলা হতে পারে মুম্বইয়ের তৈল শোধনাগারে। গোয়েন্দা দফতরের এই সতর্কবার্তা পাওয়ার পরই জোরদার করা হয়েছে তৈল শোধনাগারগুলির নিরাপত্তা।
|
বিচারপতির যুক্তি |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
বৌ-এর যত্ন করলে তাঁকে মারতেও পারেন স্বামী। মামলার রায়ে জানিয়েছেন কর্নাটক হাইকোর্টের এক বিচারপতি। ওই পদ থেকে তাঁকে সরানোর দাবি উঠেছে।
|
আসছে ড্রিমলাইনার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দীর্ঘ ছ’বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে এ বার। শনিবার তাদের প্রথম ড্রিমলাইনারটি হাতে পাবে এয়ার ইন্ডিয়া। আগামী মার্চের মধ্যে আসবে আরও ১৪টি।
|
আক্রমণের মুখে |
সংবাদসংস্থা • নাগাপট্টিনম |
কোড়িয়াকরাই উপকূলে বুধবার রাতে ভারতীয় মৎস্যজীবীদের উপর আক্রমণ চালিয়েছে শ্রীলঙ্কার সেনারা। অভিযোগ করেছেন আট মৎস্যজীবী।
|
দুর্ঘটনায় মৃত্যু |
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। এর মধ্যে তিন জন মহিলা ও এক শিশু। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
|
সপরিবার মৃত |
সংবাদসংস্থা • পুণে |
স্ত্রী ও তিন সন্তানকে বিষ খাইয়ে নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। পুণের লোকমান্য নগরের ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। |
|