মালদহে তরুণীর মৃত্যু, ডেঙ্গি ছড়াচ্ছে উত্তরবঙ্গেও |
জাপানি এনসেফ্যালাইটিসের পাশাপাশি, ডেঙ্গির সংক্রমণও ছড়াচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার নাম শেফালি খাতুন (১৭)। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১২ জন রোগীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। যার মধ্যে ৭ জনের রক্তে ডেঙ্গি মিলেছে গত সোমবার। পক্ষান্তরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তাপস বর্মন (১৭) নামে এনসেফ্যালাইটিসে আক্রান্ত এক তরুণ এ দিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। সরকারি নথিতে মৃত্যুর কারণ ‘অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’ লেখা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু বলেননি। তাপস শিলিগুড়ি শহরের কাছে সাহুডাঙির বাসিন্দা। রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস বলেন, “মালদহে ডেঙ্গির সন্ধান মিলেছে। ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী বিশদে জানিয়ে দিয়েছেন। আমি আর তাই নতুন করে কিছু বলছি না।” এনসেফ্যালাইটিস রোগ নিয়ন্ত্রণে এ দিন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গিয়ে জ্বরে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি, সচেতনতার প্রচার শুরু করেছে চিকিৎসক দল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মণ্ডল বলেন, “রোগ নিয়ন্ত্রণের জন্য চিকিৎসক দল ওই এলাকায় গিয়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন অনেকে।” এ দিন বালুরঘাট শহরে পুরসভা থেকে নর্দমাগুলিতে মশা মারার তেল ছড়ানো হয়। রোগ সচেতনতা বিষয়ে প্রচারও শুরু করেছে পুরসভা। কলকাতা থেকে ঘুরে আসা আলিপুরদুয়ার শহরের তিন বাসিন্দার শরীরে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে। তাঁদের মধ্যে দু’জন বাড়িতে রয়েছেন। শুভজ্যোতি দত্ত নামে ডেঙ্গি-আক্রান্ত এক যুবক আলিপুরদুয়ার হাসপাতালে চিকিসাধীন বলে জানিয়েছেন হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু।
|
হাসপাতাল সুপারের দ্বারস্থ |
আউটডোরে টিকিটের কাউন্টার বাড়ানো, নতুন ভবনে এক্স-রে পরিষেবা চালু করা, জননী সুরক্ষা যোজনার গাড়ি ঠিক মতো ভাবে ব্যবহার করা-সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার যুগল করের দ্বারস্থ হয়ে হাসপাতাল ও জনস্বাস্থ্যরক্ষা সংগঠন। নেতৃত্ব দেন প্রাণতোষ মাইতি। সংগঠনের পক্ষ থেকে সুপারের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। মেদিনীপুর মেডিক্যালে নানা সমস্যা রয়েছে। অনেক সময়ই ওষুধের অভাব দেখা দেয়। যে সব ওষুধ হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়ার কথা, সেগুলো বাইরের দোকান থেকে কিনতে হয়। ফলে সমস্যায় পড়েন রোগীর পরিবারের লোকজন। সব সময় সিনিয়র ডাক্তাররা থাকেন না বলেও অভিযোগ। মঙ্গলবার সুপারের কাছে এই সব অভিযোগও জানিয়েছে জনস্বাস্থ্যরক্ষা সংগঠন। জীবনদায়ী ওষুধ প্রয়োজন মতো সরবরাহ করার দাবি জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। হাসপাতাল সুপার বলেন,“ কিছু সমস্যা রয়েছে। সেই সব সমস্যা সমাধানেরও চেষ্টা চলছে।” একই সঙ্গে পিপিপি মডেলে সরকারি হাসপাতালে বিভিন্ন পরিষেবা চালু করার নীতিও বাতিল করার দাবি রেখেছে ওই সংগঠন।
|
এই প্রথম আরামবাগ মহকুমার হজযাত্রীদের জন্য আরামবাগেই টিকাকরণের ব্যবস্থা করল হুগলি জেলা প্রশাসন। মঙ্গলবার মহকুমা হাসপাতালের তিনতলায় ওই বিশেষ টিকাকরণ শিবির আয়োজন করা হয়। হাসপাতালের সুপার নির্মাল্য রায় বলেন, “হজযাত্রীদের ম্যানেনজাইটিস এবং পোলিও টিকা দেওয়া হচ্ছে।” মহকুমার ৪০ জন হজযাত্রী ছাড়াও পাশের বর্ধমান এবং বাঁকুড়ার কিছু গ্রাম থেকেও আসা কয়েক জনের টিকাকরণ হয়। এত দিন মহকুমার হজযাত্রীদের টিকাকরণের ব্যবস্থা করা হত চুঁচুড়া জেলা হাসপাতালে। এখন হাতের কাছে এই ব্যবস্থা হওয়ায় খুশি আরামবাগ মহকুমার হজযাত্রীরা।
|
বাঁকোলা এরিয়ার উদ্যোগে একটি শ্বাসকষ্ট নির্ণয় শিবির আয়োজিত হল শ্যামসুন্দরপুর খনি স্বাস্থ্যকেন্দ্রে। এরিয়ার মেডিক্যাল অফিসার অসীমরঞ্জন বিশ্বাস জানান, খনি এলাকা হওয়ায় বাতাসে কয়লার গুঁড়ো ও ধুলো নিয়মিত মিশছে। ফলে শ্বাস প্রশ্বাস জনিত রোগের প্রকোপ বাড়ছে।
|
আরামবাগের নেতাজি স্কোয়ার সংলগ্ন ভবনে গত রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল স্থানীয় একটি সংগঠন। উপস্থিত ছিলেন চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর সেন, পার্থ পাল এবং ঝিলম মুখোপাধ্যায়।
|
টিকাকরণ কর্মসূচিতে মঙ্গলবার রামপুরহাট হাসপাতালের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করলেন হজযাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রথমত ঠিক মতো জায়গা পাওয়া যায়নি। পরে চারতলায় জায়গা পাওয়া গেলেও নীচে জলের ব্যবস্থা করা হয়েছে। ১১ নাগাদ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরে শুরু হয়েছে। হাসপাতাল সুপার হিমাদ্রী হালদার বলেন, “জেলা থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। আমাকে জায়গা ঠিক করে দিতে বলা হয়েছে।” মহকুমাশাসক বলেন, “এমন হওয়ার কথা নয়। খোঁজ নেব।” |