টুকরো খবর
জামিন মঞ্জুর সাগর শ্রীবাসের
কোমল কাড়েলের স্বামী সাগর শ্রীবাসের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এর আগে বিধাননগর আদালত সাগরের জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় তিনি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আবেদন করেন। মঙ্গলবার প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে। এ দিন কোর্টে হাজির ছিলেন কোমল কাড়েল ও সাগর শ্রীবাসের বাবা-মা। গত ২২ জুন কোমল ও সাগর বিয়ে করে। ২৭ জুন কোমলের কাকা অনিল কাড়েল লেকটাউন থানায় সাগরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। এ দিন হাইকোর্টে কোমল জানান, তিনি স্বেচ্ছায় সাগরকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গেই সংসার করতে চান। যেহেতু তাঁরা দু’জনেই প্রাপ্তবয়স্ক, তাই অন্য কারও মতামতের মূল্য নেই। ডিভিশন বেঞ্চ জামিনে মুক্তি দিয়ে পুলিশকে নির্দেশ দেয়, কোমলের গোপন জবানবন্দি নেওয়ার জন্য। এ দিকে, লেকটাউন থানার পুলিশের ‘নাক গলানো’-র বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানাবে মহিলা কমিশন। মঙ্গলবার কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় জানান, কোমলের কাকা অনিল কাড়েল সাগরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটি বাংলায় লেখা। নীচে ইংরেজিতে তাঁর সই। সুনন্দাদেবী বলেন, “কেউ যদি এই ধরনের আবেদন তাঁর অজানা ভাষায় লেখেন, তা হলে স্বাক্ষর করার আগে লিখিত ঘোষণা করতে হয় যে, তিনি জেনে-বুঝে স্বাক্ষর করছেন। এ ক্ষেত্রে তা ছিল না।” এ দিন কোমল মহিলা কমিশনের অফিসে গিয়ে সুনন্দাদেবীর কাছে লেকটাউন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান।

সৈয়দ মুস্তাফা সিরাজ প্রয়াত
প্রয়াত হলেন বিশিষ্ট লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রয়াত লেখকের ইচ্ছা অনুসারে তাঁকে তাঁর নিজের গ্রাম, মুর্শিদাবাদের খোশবাসপুরে আজ, বুধবার সমাধিস্থ করা হবে। ১৯৩০-এ জন্ম সিরাজের। ছোটবেলা থেকেই লোকনাট্য ‘আলকাপ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী জীবনে কলমকেই পেশা করেন। আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগ থেকে অবসরের পরে লেখালেখিতেই মগ্ন ছিলেন। প্রায় ১৫০টি উপন্যাস ও ৩০০ ছোটগল্পের রচয়িতা তিনি। ‘অলীক মানুষ’, ‘উত্তর জাহ্নবী’ তাঁর বহু পরিচিত উপন্যাস। কর্নেল নামে একটি গোয়েন্দা-চরিত্রেরও জনক তিনি।

বৃদ্ধা জখম
পারিবারিক গোলমালের জেরে আহত হলেন সতীদেবী সোনকার নামে এক বৃদ্ধা। সোমবার, নেতাজি সুভাষ রোডে। অভিযোগ, বাড়ির ঘর দখল নিয়ে ঝামেলার জেরে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

ফের বিভ্রাট মেট্রোয়
ফের মেট্রোয় বিভ্রাট। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ শোভাবাজারে ঢোকার সময়ে কবি সুভাষমুখী এসি ট্রেনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দেয়। ট্রেনটি দাঁড় করান চালক। পৌনে পাঁচটা পর্যন্ত শুধু গিরিশ পার্ক থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলেছে।

ব্যবসায়ীর অপমৃত্যু
শেয়ার বাজারের এক ব্যবসায়ীর অপমৃত্যু হল। মৃত রবি গোয়েনকার (৪৮) বাড়ি একডালিয়ায়। পরিজনেরা পুলিশকে জানান, মঙ্গলবার রবি বারান্দায় পড়ে ছিলেন। ছেলেকে জানান, তিনি ফিনাইল খেয়েছেন। পিজিতে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

দুই দুষ্কৃতী গ্রেফতার
হাইড রোড থেকে সোমবার রাতে গ্রেফতার হল দুই দুষ্কৃতী। ধৃত সম্রাট মণ্ডল ও তসলিম আরিফের কাছে ৩টি মোবাইল, ৬টি সিম ও ২টি আগ্নেয়াস্ত্র মিলেছে। পুলিশ জানায়, ওই দু’জনের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ আছে।

ফেরিওয়ালা ধৃত
এক ফেরিওয়ালার সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে ধরে পুলিশে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার, বিধাননগরের সি জে ব্লকে। ধৃতের নাম নিজামুদ্দিন লস্কর। বাসিন্দাদের দাবি, তাঁর কাছে রিভলভার ও ছুরি মিলেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.