টুকরো খবর
অস্ত্র-সহ ধৃত ৪ নিয়ামতপুরে
আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে নিয়ামতপুর এলাকায় এই চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ এঁদের ধরে। পুলিশ জানিয়েছে, এঁদের কাছ থেকে একটি পাইপ গান পাওয়া গিয়েছে। শুক্রবার নিয়ামতপুরের নয়াপাড়া এলাকায় পরপর চারটি বাড়িতে দরজা ভেঙে চুরি হয়। সীতারামপুর এলাকায় রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসের তালা ভেঙে বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা। ওই দিনই সকালে নিয়ামতপুরের একজন ব্যবসায়ীর টাকা ও সোনা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এরপরই পুলিশ গোটা এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, কিছু বহিরাগত দুষ্কৃতী এলাকায় ঢুকে দলবদ্ধ ভাবে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। ধৃত চারজন এই চুরির সঙ্গে যুক্ত কি না তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

হাজিরা কাটায় ক্ষোভ খনিতে
—নিজস্ব চিত্র।
আইএনটিইউসি-র নেতৃত্বে ডুলিতে চেপে বিক্ষোভ দেখালেন এক খনি কর্মী। পাণ্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারির ঘটনা। ওই খনি কর্মী অর্জুন ডুসাত জানান, চার বছর আগে ভূগর্ভে এক খনি দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে খনির উপরে কাজে নিযুক্ত করেন। কিন্তু পাঁচদিন আগে ম্যানেজার তাঁকে জোর করে নীচে কাজ করতে বলেন। তবে তিনি তা মানেননি। ফলে পাঁচ দিন যাবৎ তাঁর হাজিরা কেটে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। কর্তৃপক্ষ জানান, আলোচনার করে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

শ্রমিক-বিক্ষোভ
ঠিকা শ্রমিকদের ভবিষ্যনিধি প্রকল্পের টাকা নিয়মিত জমা করা ও ইএসআইয়ের টাকা নিয়মিত মেটানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি ও আইএনটিটিইউসির কয়েকশো শ্রমিক-কর্মী। মঙ্গলবার আসানসোলের কুমারপুর এলাকায় একটি বেসরকারি মদ তৈরি কারখানার সামনে প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখান তাঁরা। আইএনটিটিইউসির নেতা তথা আসানসোল পুরসভার ১ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান প্রবাল বসুর অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্রমিকেরা ওই দাবি জানাচ্ছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সংস্থার কর্তৃপক্ষ।

সমিতি গঠন
নিউ কেন্দা কোলিয়ারির এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালন সমিতি গঠিত হল মঙ্গলবার। আইএনটিটিইউসি, আইএনটিইউসি এবং কেএমসি জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমিতি দখল করে। আশিস বন্দ্যোপাধ্যায় সভাপতি ও দেবাশিস চট্টোপাধ্যায় সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন।

পানীয় জলের দাবি
নিয়মিত পানীয় জল সরবরাহের দাবি তুলে মঙ্গলবার আসানসোলের মেয়রের কাছে দরবার করলেন এসবি গড়াই রোড এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরসভার পরিস্রুত পানীয় জল তাঁদের এলাকায় নিয়মিত সরবরাহ করা হচ্ছে না। ফলে গভীর নলকূপের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তাঁরা। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, জল সরবরাহ নিয়মিত করার ব্যবস্থা করা হবে।

কম্পিউটার চুরি
দরজার তালা ভেঙে চারটি কম্পিউটার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। জয়পুড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দালাল জানান, মঙ্গলবার সকালে তাঁরা দেখেন তালা ভেঙে চারটি কম্পিউটার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

ধৃত কিশোর
আসানসোলে এক বালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সোমবার রাতে ধরা হল চোদ্দো বছরের এক কিশোরকে। এলাকাবাসী অভিযুক্তের বাড়িতেও চড়াও হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.