জমি দখল নিয়ে সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে |
পশ্চিম মেদিনীপুরের বোনপুরায় একটি খাস জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় কাল রাত থেকে। আজ সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে খবর। জানা গিয়েছে, এর আগেও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হলেও এতটা বাড়াবাড়ি হয়নি। আজ এই সংঘর্ষে আহত বয়েছেন প্রায় ৬ জন। এক ব্যক্তি গুলিবিদ্ধও হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে।
|
ডেঙ্গির ম্যারাথনে আতঙ্কে রাজ্যবাসী |
ডেঙ্গি হামলার থেকে কোনওমতেই নিস্তার মিলছে না রাজ্যবাসীর। আক্রান্তের সংখ্যা যতই বাড়ছে হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীর ভিড়। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতাল ‘ক্লোজার’ নোটিশ দিয়েছে। রাজ্য ও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। এস ১ অ্যান্টিজেন পরীক্ষা অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭২৮ জন ও কলকাতায় আক্রান্তের সংখ্যা ১১৬৬। অন্য দিকে, বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গির হামলায় মৃত্যু হয়েছে ১৯, কলকাতায় ১৭। তবে সরকারি মতে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এ দিকে, রবিবার বিকেলে ডেঙ্গির হানায় মৃত্যু হয়েছে টালিগঞ্জের বাসিন্দা অমিত মণ্ডল নামে এক ব্যক্তির।
|
দুর্গাপুরে ইস্পাত কারখানা বন্ধ, পথ অবরোধ শ্রমিকদের |
আজ দুর্গাপুরের শোভা ইস্পাত কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। কার্যতই কর্মহীন হয়ে পড়েছে ৪০০ জন শ্রমিক। শ্রমিকরা জানিয়েছেন, আজ সকালে কাজ করতে গেলে গেটের সামনে কারখান বন্ধের নোটিশ দেখতে পান। ফলে তাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়তে থাকে। প্রতিবাদে তারা দুর্গাপুর-মায়াবাজার পথ অবরোধ করেন।
|
বিরাটিতে দুঃসাহসিক ডাকাতি |
বিরাটির নীলাচলে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ভোর রাতে। জানা গিয়েছে, ৩ জনের একদল দুষ্কৃতী তালা ভেঙে বাড়িতে ঢোকে। তাদের প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। ডাকাতিতে বাধা দিতে গেলে গৃহকর্ত্রীকে ব্যাপক মারধর করে তারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আবার এক শিশুর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|