টুকরো খবর |
ফিরে এল হাতি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
গত বৃহস্পতিবার বিষ্ণুপুর থেকে বাঁকাদহ হয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার নাচনজাম জঙ্গলে ফিরে গিয়েছিল ময়ূরঝর্নার ২৫টি হাতির দল। শনিবার রাতে বাঁকাদহ হয়ে দলটি ফের বিষ্ণুপুরের বাসুদেবপুরের জঙ্গলে ঢুকেছে বলে জানিয়েছে বন দফতর। যথারীতি আশপাশের গ্রামগুলিতে ধান ও সব্জী খেতে ব্যাপক ক্ষতি করেছে তারা। বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “দলটির গতিবিধি আবার সম্ভবত সোনামুখীর দিকে। ক্ষতি এড়াতে বনকর্মীদের নজরদারি বাড়াতে বলেছি।”
|
গাছ কেটে ফেলার অভিযোগ |
|
ছবি ও তথ্য: রানা সেনগুপ্ত। |
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বর্ধমান-হুগলি সীমানায় গুড়াপ এলাকায় রাস্তার পাশের প্রায় ২৬টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে। এই রাস্তার রক্ষণাবেক্ষণকারী তথা ন্যাশানাল হাইওয়ে অথারিটি নিযুক্ত ঠিকাদার সংস্থাটি শুক্রবার এই বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গুড়াপ থানায়। ঠিকা সংস্থার সিনিয়র ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) সুভাষ চক্রবর্তী বর্ধমানে রবিবার দাবি করেন, ৬-৭ বছর আগে রাস্তার পাশে তাঁদের লাগানো ২৬টি গাছ শুক্রবার কেটে ফেলা হয়েছে। ওই গাছের দাম অন্তত ২ লক্ষ টাকা। যে সংস্থা ওই গাছ কেটেছে ও এই কাজে জড়িতদের নামধাম দিয়ে তাঁরা গুড়াপ থানায় অভিযোগ করেছেন। গুড়াপ থানা সূত্রে খবর, অভিযুক্ত বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে আদালতে রিপোর্ট পেশ করা হয়েছে। ওই সংস্থার বিরুদ্ধে ৪২৭ ধারায় মামলাও করা হয়েছে। জাতীয় সড়কের উপর থাকা গাছ কেটে ফেলার জন্য সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে।
|
হাতি-আতঙ্ক |
জেলার জঙ্গলে ১৯টি হাতি ছিলই। বাঁকুড়ার বড়জোড়া, বিষ্ণুপুরে ঢুকেছে ৮৫টি হাতির পাল। খবর আরও ৩২টি হাতি বিষ্ণুপুরের দোরগড়ায়। |
|