একটা-আধটা দিন নয়। দীর্ঘ পঞ্চান্ন বছরের অভ্যেস। সেই অভ্যেস ত্যাগ করা কি সহজ?
ক্যালিফোর্নিয়ার সাউথ বে-এর টরান্স শহরে সম্প্রতি ডাকাতির দায়ে ধরা পড়েছেন ৮২ বছরের এক বৃদ্ধা। কয়েকটি ডাক্তারের চেম্বারে পরপর ডাকাতি করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ডরিস থমসন নামে ওই মহিলাকে। পুলিশের ধারণা, মার্চ থেকে প্রায় আট জন ডাক্তারের চেম্বার থেকে ১৭ হাজার ডলার চুরি করেছেন ডরিস। এই বয়সে ডাকাতি করলেন কী করে?
৫৫ বছর ধরে ঠিক একই কায়দায় ‘কাজ’ সারছেন ডরিস। কোনও একটা চেম্বারে ঢুকে লুকিয়ে থাকা। রাত্তিরে সবাই চলে গেলে বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়া। মারামারি-ধাক্কাধাক্কির বালাই নেই। কিন্তু সমস্যা হল, প্রত্যেক বারই যেহেতু কাউন্টার খোলা থাকার সময়েই ভিতরে ঢুকেছেন তিনি, সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ তাঁকে চিনতে পেরেছে। ৫৫
বছরে ২৭ বার নাম পাল্টেও পুলিশের চোখ এড়াতে পারেননি তিনি।
দীর্ঘ সময় জেলে কেটেছে। পুলিশের খাতায় ডরিসের বিরুদ্ধে অজস্র অপরাধের রেকর্ড। কিন্তু যেই জেল থেকে ছাড়া পেয়েছেন, ফের ডাকাতির নেশায় মেতে উঠেছেন।
এর ঠিক আগের বার ২০১০ সালের ফেব্রুয়ারিতে টরান্সেরই এক ডাক্তারের চেম্বারে লুঠ করার অভিযোগে তিন বছরের জেল হয়েছিল ডরিসের। কিছু দিন জেল খেটে গত নভেম্বরে প্যারোলে ছাড়া পান তিনি।
তার পর আবার পরপর চুরির ঘটনা ঘটতে থাকে শহরের বিভিন্ন চেম্বারে। সিসিটিভি ফুটেজে ডরিসকে দেখেই নিশ্চিত হয় পুলিশ। গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাঁকে।
আদালতে বিচারককে একটাই কথা বারবার জিজ্ঞেস করেছেন ডরিস, “এ বারে পুরো মেয়াদটা জেলে থাকতে পারব তো?”
৫৫ বছরের ডাকাতিয়া জীবন কাটিয়ে শেষ বছরগুলো কারাগারের শান্তিই বেছে নিতে চান ডরিস। বয়স তো কম হল না, চার কুড়ি পেরিয়ে গিয়েছে! |