পুলিশ কর্তার লেখা বইয়ের উপর ‘নিষেধাজ্ঞা’ |
পুলিশ কর্তা ডঃ নজরুল ইসলামের লেখা বই ‘মুসলমানদের করণীয়’-এর উপর লিখিত না হলেও ‘নিষেধাজ্ঞা’ জারি করল রাজ্য সরকার। তাদের দাবি, এতে ‘সরকার বিরোধী’ কথা লেখা রয়েছে। ঘটনায় বইটির প্রকাশকের (মিত্র ও ঘোষ)-এর দফতরে হানা দিয়েছিল পুলিশ। শুধু তাই নয়, বাজার থেকে বই তুলে নিতে হবে, এমন কথাই বারবার কর্তব্যরত অফিসারের মুখে শোনা গিয়েছে। সরাসরি কোনও লিখিত নিষেধাজ্ঞা জারি না করলেও হাবে ভাবে পরিষ্কার, যে বইটিকে বাজার থেকে তুলে নেওয়ার পথেই হাঁটতে চলেছে সরকার।
|
সাংবাদিক সম্মেলনে সুষমা স্বরাজ |
সংসদের বাদল অধিবেশন তাঁদের বিরোধিতায় বারবার মুলতুবি হওয়ায় শাসক দল কংগ্রেসের সমলোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। আজ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, ‘বিজেপি এই কয়লা ব্লক বন্টনের বরাবর বিরোধিতা করেছে।’ সংসদ সচল রাখার জন্য তিনি ২টো শর্ত রেখেছেন। এই বন্টনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাতিল করা হোক, এবং এর নিরপেক্ষ তদন্ত করা হোক। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এই নিলাম নিয়ম মেনে হয়নি’। এই প্রসঙ্গে তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রীকে। প্রস্তাবিত শর্ত মানলে সংসদ ফের সচল হবে এবং তাঁরা আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
|
অজানা জ্বরে মৃত্যু বালকের,ভাঙচুর হাসপাতালে |
আজ সকালে আমতলা হাসপাতালে জ্বরে মৃত্যু হয়েছে স্থানীয় এক বালকের। মৃত্যুর কারণ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অজানা জ্বরে মৃত্যু হয়েছে তার। কিন্তু মৃতের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে ঠিক মতো চিকিত্সা পায়নি বালকটি। মৃত্যর পর উত্তেজিত আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে।
|
হাওড়ার বালিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার পাশের একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। এর ফলে বাড়ির বাসিন্দারা দোতলায় আটকে পড়েন। লরিটিকে দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। |