পরমাণু বিদ্যুতের পক্ষে মত বিজ্ঞানীর |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল করলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী তথা রাজ্যসভার সাংসদ এস এম স্বামীনাথন। শনিবার বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় কৃষি গবেষণার অগ্রগতি’ শীর্ষক আলোচনাসভায় তিনি বলেন, “পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিকে অবহেলা করা যাবে না।” ‘ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ সোসাইটি’র প্রাক্তন সদস্য স্বামীনাথনের কথায়, “বিদ্যুদয়নের ক্ষেত্রে পরমাণু শক্তিকে কাজে লাগালে পরিবেশ দূষিত হয় না। পরমাণু প্রযুক্তি সর্ম্পকে মানুষকে ওয়াকিবহাল করতে হবে। আগামী দিনে পরমাণু ও সৌরশক্তির উপরেই আমাদের নির্ভর করতে হবে।” ঘটনাচক্রে সভায় স্বামীনাথনের পাশে বসেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ক্ষমতায় আসার পরেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছিল পরমাণু বিদ্যুৎকে তারা অগ্রাধিকার দেবে না। পূর্ব মেদিনীপুরের হরিপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ প্রকল্পও ‘খারিজ’ করে দেয় নব্য সরকার। কৃষিমন্ত্রী এ দিন বলেন, “কয়লা এক দিন ফুরোবে। বিকল্প শক্তির উপরেই আমাদের নির্ভর করতে হবে। পরমাণু শক্তির সে দিন প্রয়োজন হতে পারে। আমি বিশেষজ্ঞ নই। স্বামীনাথনের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব।”
|
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনে অন্যতম অভিযুক্ত মঙ্গল সাহানি ও পিন্টু দাসকে আদালতে শনাক্ত করলেন দুই সাক্ষী। শনিবার বোলপুর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সোমেশপ্রসাদ সিংহের এজলাসে এই মামলার দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আগামী ১৯ নভেম্বর থেকে তৃতীয় দফার সাক্ষ্য নেওয়া হবে। |