প্রাক্তন বিজেপি সদস্য খুন |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নদিয়ার বীরপুর ২ নম্বর গ্রাম-পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি সদস্য নিত্যানন্দ বিশ্বাস (৫০)-এর ছিন্ন মস্তক দেহ শনিবার উদ্ধার করল পুলিশ। তাঁর বাড়ি নাকাশিপাড়ার বানগড়িয়া এলাকায়। বিজেপির সভাপতি রাহুল সিংহ বলেন, “নিত্যানন্দবাবুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা খুন করেছে।” বিজেপির নাকাশিপাড়া ব্লক সভাপতি অনন্ত সরকার জানান, শুক্রবার রাতে বানগড়িয়ার পাশের গ্রামে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন নিত্যানন্দবাবু। তখন তাঁকে তৃণমূলের কয়েকজন সমর্থক ডেকে নিয়ে যায়। শনিবার সকালে একটি পাট খেতের মধ্যে তাঁর ধড়হীন দেহ মেলে। তৃণমূলের বিধায়ক কল্লোল খাঁ অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “পারিবারিক বিবাদের জেরে ওই খুন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্রও ওই খুনের পিছনে ‘পারিবারিক বিবাদ’কেই দায়ি করেছেন।
|
সুতির ঘটনায় অভিযুক্ত রাহুল |
মুর্শিদাবাদের সুতির ব্লক অফিসে শুক্রবার বিজেপি সমর্থকদের হামলার ঘটনায় দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের বিরুদ্ধে সুতি থানায় অভিযোগ দায়ের করা হল। ওই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুরে প্ররোচণা দেওয়ার অভিযোগে এ দিন ওই তালিকায় সংযোজন ঘটল রাহুলবাবুরও। যা শুনে রাহুলবাবু বলেন, “নিরপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে, ওই ঘটনার জন্য দায়ি কে। ওই দিন ব্লক অফিস থেকে বিজেপি সমর্থকদের উপরে কে বা কারা বোমা ছুড়েছিল সে ব্যাপারেও পুলিশ তদন্ত করে দেখুক।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমির পাট্টা বিলির দাবিতে ব্লক অফিসে স্মারকলিপি জমা দিতে এসে কয়েকশো বিজেপি সমর্থক ভাঙচুর শুরু করে। এলোপাথাড়ি ছোড়া হয় বোমা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িও। |