বুনো হাতির পাল গ্রামে ঢুকে ৫০টির বেশি মিষ্টি কুমড়ো খেল। গাঁয়েরই দুটি দোকানঘর ভেঙে চাল, নুন, আটাও খেয়ে নিয়েছে ওই হাতির পাল। শুক্রবার রাতে বড় চৌকিরবস গ্রামের ঘটনা। পাশাপাশি, ওই রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া উত্তর মহাকালগুড়ি ও দাসপাড়া এলাকাতেও হাতির হানা চলেছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত দশ দিন ধরে ওই বুনো হাতির দল হামলা চালিয়ে ৪০ বিঘা বোরো ধান খেয়েছে। ১৫টি বাড়িও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা।
এ দিকে, লাগাতার বুনো হাতির হানায় মাথায় হাত পড়েছে উত্তর মহাকালগুড়ি ও দাসপাড়ার বাসিন্দাদের। বন দফতরের দাবি, ওই এলাকায় হাতির আনাগোনা রুখতে নজরদারি চলছে। |