লক্ষ্য চার গুণ ব্যবসা বৃদ্ধি
আগ্রাসী প্রতিযোগিতার পথে ইউনিয়ন ব্যাঙ্ক
কুশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে পঞ্চম। কিন্তু তৃতীয় ও চতুর্থ-র থেকে ব্যবসার অঙ্কে পিছিয়ে প্রায় দেড় লক্ষ কোটি টাকা। এই ফারাক ঝেড়ে ফেলে এ বার নতুন দৌড় শুরু করছে ইউনিয়ন ব্যাঙ্ক। লক্ষ্য, ২০২০ সালের মধ্যে ব্যবসাকে চার গুণেরও বেশি বাড়ানোর।
শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, লক্ষ্যে পৌঁছতে খুচরো ব্যবসাই তাঁদের মূল অস্ত্র। আর তাতে শান দিতে জোর দেওয়া হবে উদ্ভাবনী বিপণনের উপর।
দেবব্রতবাবুর দাবি, এখন সমাজের বিভিন্ন স্তরে ব্যবসা ছড়িয়ে দিতে চেষ্টা করছে সব ব্যাঙ্কই। প্রতিযোগিতায় যুঝতে সেই একই পথে হাঁটছেন তাঁরাও। হাত ধরছেন উদ্ভাবনী কৌশলের। যেমন, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল অক্ষরযুক্ত ‘কথা-বলা’ এটিএম প্রথম আনছেন তাঁরাই। পরীক্ষামূলক ভাবে তা চালুও করা হয়েছে লক্ষ্নৌ, মুম্বইয়ের থানে ও গোরেগাঁও, এবং আমদাবাদের বস্ত্রাপুরায়।
এপ্রিলেই এলাহাবাদ ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে ইউনিয়ন ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন দেবব্রতবাবু। তাঁর পরিকল্পনা, এ বার বেসরকারি ব্যাঙ্কের ধাঁচেই গ্রাহকদের বাড়ির দরজায় পৌঁছে যাবে ইউনিয়ন ব্যাঙ্কও। পরিষেবা দেবে প্রতিটি গ্রাহকের ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে। পূর্ব ভারতের বাজার তিনি চেনেন হাতের তালুর মতো। তাই এই লক্ষ্যে অবশ্যই বড় জায়গা নেবে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারত।
এখনকার ব্যবসা ৪,০৩,৯০০ কোটি টাকা। তাকে ২০২০-এর মধ্যে ১৭ লক্ষ কোটিতে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। তা স্বীকারও করছেন দেবব্রতবাবু।
দেবব্রত সরকার।—ফাইল চিত্র
কিন্তু তাঁর দাবি, গ্রাহকের দরজায় পৌঁছনোর কৌশল ইতিমধ্যেই কাজে দিতে শুরু করেছে। যেমন, শিক্ষা-ঋণের বাজারে তাঁদের উপস্থিতি বলার মতো ছিল না। কিন্তু এখন ওই ঋণের শর্ত প্রতিযোগীদের তুলনায় সুবিধার। এ বার আইআইএম, আইআইটি-র মতো প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হয়েও পড়ুয়াদের ঋণ দেবেন তাঁরা। লক্ষ্য, ৫ লক্ষ নতুন শিক্ষা-ঋণের অ্যাকাউন্ট। একই ভাবে গাঁটছড়া বাঁধছেন বিভিন্ন আবাসন নির্মাতা ও গাড়ি সংস্থার সঙ্গে। লক্ষ্য, বাড়ি ও গাড়ি-ঋণের বাজার সম্প্রসারণ। একই সঙ্গে, পরিকল্পনা রয়েছে চলতি আর্থিক বছরেই ৩২০টি নতুন শাখা ও ৮০০টির মতো এটিএম খোলার।
ঋণ বৃদ্ধির উদ্যোগের পাশাপাশি তহবিল সংগ্রহের জন্যও পরিকল্পনা ছকছে ব্যাঙ্ক। দেবব্রতবাবু বলেন, “সোনা, ফ্ল্যাট ইত্যাদিতে লগ্নির ঝোঁক বেড়েছে। ফলে কমছে ব্যাঙ্কে আমানত বৃদ্ধির হার। তাই নগদের জোগান বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ।” এই সমস্যা কাটাতে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছেন তাঁরা। লক্ষ্য, ২৫ লক্ষ নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলা।
বিদেশে ব্যবসা বাড়াতে দুবাইয়ে শাখা খোলা-সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তাঁরা। কিন্তু ব্যবসা বাড়াতে মূলধন বাড়ানো জরুরি। তার জন্য দরকার নতুন শেয়ার ছাড়া। এ বিষয়ে কী ভাবছে ইউনিয়ন ব্যাঙ্ক? দেবব্রতবাবু জানান, “কেন্দ্রের কাছে এক হাজার কোটি চাইব।” ব্যাঙ্কের ৫৪% শেয়ার কেন্দ্রের হাতে রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.