|
‘শপ’টেম্বর কেমন যাবে? |
আগমনীর সুর আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। পুজোর বাজারও এখন মাঝদরিয়ায়।
এই শুভ শপিং-লগ্নে, শুধু নতুন জামা-জুতোয় কি মনের তেষ্টা মেটে? বাড়ি সাজানোর জিনিস,
নিজেকে সাজানোর কসমেটিকস, অ্যাকসেসরি, মোবাইল সবই তো নতুন নতুন চাই! |
|
• রিগলি এনেছে ডাবলমিন্ট মিন্ট। এই মাউথ ফ্রেশনারটি শুগার ফ্রি।
৩৫ টি মিন্টের প্যাক-এর দাম ৬০ টাকা। |
|
• ডিশ টিভি ভারতের প্রথম এস-ডি রেকর্ডার এনেছে।
এটির সঙ্গে চার জিবি পেন ড্রাইভ ফ্রি পাওয়া যাবে। দাম ১৬৯০ টাকা। |
|
|
|
• ফোর্বস প্রফেশনাল এনেছে অ্যাকোয়াগার্ড কুলার
কাম
ওয়াটার
পিউরিফায়ার।
এতে জল এত তাড়াতাড়ি ঠান্ডা
ও জীবাণুমুক্ত
হয়
যে সংক্রমণের সুযোগই
থাকে না।
ঠান্ডা বা স্বাভাবিক
তাপমাত্রার
জলের জন্য দু’টি আউটলেট আছে।
এর নকশার
কারণে বেশি
জায়গাও নষ্ট হয় না। দাম ৩৫,৬০০ টাকা।
|
• ভি আই পি স্কাইব্যাগস
এনেছে
ট্যাবাস্কো রেঞ্জ।
এতে আছে মেসেঞ্জার ব্যাগ,
ব্যাকপ্যাক,
জিম ব্যাগ প্রভৃতি।
দাম ১০০০ টাকা থেকে শুরু। |
|
|
|
• টাইটান আই প্লাস এনেছে ট্রেন্ডস। এই রেঞ্জে প্রায় ১০০ টি
নতুন স্টাইলের ফ্রেম পাওয়া যাবে। দাম শুরু ৯৯৫ টাকা থেকে। |
|
|
|
• কার্লন লিমিটেড এনেছে লাক্সারিনো কম্ফি স্প্রিং ম্যাট্রেস।
এতে মোশন সেপারেশন ইনডেক্স প্রযুক্তি আছে।
এতে
পাশের মানুষটি নড়াচড়া করলেও আপনার ঘুমের
ব্যাঘাত
হবে না। কুইন সাইজের দাম ৩৬৭১০ টাকা। |
|
|
|
• অ্যাডিডাস এনেছে
পুরুষদের
সুগন্ধির রেঞ্জ
অ্যাডিডাস এক্সট্রিম পাওয়ার।
১৫০ মিলিলিটারের
দাম ১৭৫ টাকা। |
|
• এলকো কসমেটিকস এনেছে
নতুন নেলপলিশ রেঞ্জ ক্রোম। এই রেঞ্জে
ছত্রিশটি রং পাওয়া যাবে, পরার পর নখ
রেশমের মতো দেখাবে এবং অনেক দিন
থাকবে। ১০ মিলিলিটারের দাম ৫০ টাকা।
| |
|
|
• সুইমওয়্যার স্পিডো ও ডিজাইনার
গোষ্ঠী
ফ্রম সামহোয়্যার এক সঙ্গে এনেছে
বলগাউন কালেকশন।
এই ইউনিটি ড্রেসগুলো
অকেশন-ওয়্যার হলেও
এর ফেব্রিকটি
সাঁতার পোশাকের।
|
|
|
|
|
• গর্ভবতী ও স্তন্যদায়িনী মায়েদের হেইনজ
এনেছে মিল্ক ফুড ড্রিঙ্ক মাপ্ল্যান পি ও এল।
ভ্যানিলা, কেসর বাদাম ও ওয়ালনাটের স্বাদে
পাওয়া যাবে। ৫০০ গ্রামের দাম ৩৫০ টাকা।
|
• এম টি এস সবাই যাতে কিনতে পারে
এমন স্মার্টফোন এনেছে।
এগুলি অ্যানড্রয়েড টু পয়েন্ট থ্রি
জিঞ্জার ব্রেড বেসড। বিশেষ বৈশিষ্ট্য
হাই স্পিড ডেটা আর
লাইভ
টিভি অ্যাপ্লিকেশন। দাম শুরু ৫৪৯৯ টাকা থেকে। |
|
|
|
• এনডিউরা এনেছে অ্যালগি ফ্রি সুপার গ্রিপ টাইলস।
সুন্দর রং ও টেক্সচার-এর এই
টাইলগুলি
ভারী ওজন বইতে সমর্থ,
তাই অনেক লোক চলাচলের উপযুক্ত।
কেউই পিছলে যাবে না।
১৬ টি নকশায় মিলবে। প্রতি বর্গফুট ৪৯ টাকা। |
|
|