জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের শিলান্যাস |
আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও ৫ বিচারপতি। সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো ঘুরে দেখেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সার্কিট বেঞ্চ তৈরি হলে স্থানীয় মানুষদের বিচার পেতে অনেক সুবিধা হবে। উত্তরবঙ্গের ৬টি জেলায় যেসব মামলা জমে রয়েছে সেইগুলোরও খুব দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সার্কিট বেঞ্চ তৈরি হতে ২ বছর সময় লাগবে। পাশাপাশি, আদালতের ভবনগুলি সংস্কার ও নতুন ভবন তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি।
শুধু সার্কিট বেঞ্চের শিলান্যাস নয়, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্লাডলাইটের উদ্বোধনও করেন আজ মুখ্যমন্ত্রী।
|
বাঁকুড়া মেডিক্যাল কলেজে রোগী মৃত্যু, ভাঙচুর |
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠল বাঁকুড়া মেডিক্যাল কলেজ। জানা গিয়েছে, গত রবিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল রিম্পা অধিকারী নামে এক কিশোরী। তাঁর বাড়ি বাঁকুড়ার মালিয়ার কাছে তেঁতুলপোয়া গ্রামে। আজ সকালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সার গাফিলতি এনে রোগীর আত্মীয়রা সুপারের দফতরে ভাঙচুর চালায়। অন্য দিকে, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, কর্তব্যরত নার্স, কর্মীদেরও ব্যাপক মারধর করা হয়েছে। সব মিলিয়ে হাসপাতাল চত্বরের পরিবেশ বেশ থমথমে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
|