|
|
|
|
|
|
|
মুখোমুখি ৩... |
|
টোপর পরা নিয়ে আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে |
মল্লিকবাড়ির ভাবী জামাই। কোয়েল মল্লিকের গোপন প্রেমিক।
প্রযোজক নিসপাল সিংহ রানে বললেন ইন্দ্রনীল রায়-কে |
পত্রিকা: আর কয়েক মাসের মধ্যেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম এলিজিবল নায়িকা কোয়েল মল্লিকের সঙ্গে আপনার বিয়ে। এত দিন খবরটা গোপন রাখলেন কী করে?
নিসপাল: দেখুন, গোপন কিছু ছিল না। যাঁদের জানার দরকার, তাঁরা ঠিকই জানত। একটা ব্যাপারে আমি খুব পরিষ্কার ছিলাম। আমি কোনও দিনও চাইনি আমাদের নিয়ে কোনও গসিপ হোক এই ইন্ডাস্ট্রিতে। রঞ্জিত মল্লিক একজন অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি। সেই পরিবারকে সম্মান জানানোটা আমার কর্তব্য।
পত্রিকা: আপনি এমনিতেও তো ভীষণ লো প্রোফাইলে থাকেন...
নিসপাল: ইচ্ছে করে থাকি, তা কিন্তু নয়। থাকি কারণ এ ভাবে থাকতেই পছন্দ করি। খুব বেশি পেজ থ্রিতে দেখবেন না আমার ছবি। আমি প্রযোজক, ক্যামেরার পেছনে থাকতেই বেশি ভালবাসি। কোনও দিন মনে হয়নি এই পার্টিতে যাই কোয়েলের সঙ্গে, তাহলে আমার ছবি উঠবে। আমি সেই রকম ছেলেই নই, যে সকলকে ডেকে ডেকে তার গার্লফ্রেন্ড বা বউকে ফ্লন্ট করবে।
পত্রিকা: কবে প্রথম দেখা হয়েছিল আপনাদের?
নিসপাল: আমার মনে আছে সেটা ছিল ১৯৯৯। আমি রঞ্জিতদা’র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওখানেই প্রথম দেখা। তখন ঘুণাক্ষরেও ভাবিনি যে কোয়েল আমার স্ত্রী হবে। তারপর ২০০৫-য়ে কোয়েলকে আবার অ্যাপ্রোচ করি একটা ছবির ব্যাপারে। জিতের উল্টো দিকে নায়িকা হিসেবে।
পত্রিকা: কী নাম ছিল ছবিটার?
নিসপাল: আই লাভ ইউ।
পত্রিকা: বাবা... এ তো প্রায় ভবিষ্যদ্বাণীর মতো নাম...
নিসপাল: হা, হা, হা, হা... নামটা ভবিষ্যদ্বাণীর মতো হলেও ছবিটা কিন্তু করা হয়ে ওঠেনি। পরে ওই একই বিষয় নিয়ে অশোকজি (ধানুকা) ‘দু’জনে’ ছবিটা বানান। কিন্তু তত দিনে কোয়েল আমার ভীষণ ভাল বন্ধু হয়ে গেছে। উই স্টিল আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস। |
|
নিসপাল সিংহ রানে |
পত্রিকা: কোয়েলের মতো এলিজিব্ল নায়িকার প্রেমে তো পুরুষরা দুমদাম করে পড়েন। কম্পিটিশনটা কতটা টাফ ছিল?
নিসপাল: (হেসে)আমার কাছে একটুও টাফ ছিল না।
পত্রিকা: আচ্ছা, বিয়ের পর কোয়েল কি কাজ করে যাবেন?
নিসপাল: ও নিজে আমায় বলেছে ও কাজ করতে চায় না। কিন্তু আমার ইচ্ছে ও কাজ করুক।
পত্রিকা: আপনি ওকে কনভিন্স করছেন তা হলে?
নিসপাল: চেষ্টা করছি কনভিন্স করতে। আশা করি করেও ফেলব। দেখুন, দশ বছর ধরে ভাল কাজ করে কোয়েল মল্লিকের এমন একটা জায়গা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে, যে কোয়েলকে এখনও দরকার ইন্ডাস্ট্রির। আর কাজ না করলে সেটা ওর ফ্যানেদের ওপরও অবিচার হবে। কোয়েলের ফ্যানেদের কাছে আমি ভিলেন হতে চাই না বাবা। কিন্তু এখনও পর্যন্ত কিছুই ডিসাইডেড নয়। পুরোটাই শেষ পর্যন্ত কোয়েলের ওপর নির্ভর করছে।
পত্রিকা: বিয়ে করার প্রস্তাবটা কবে দিলেন?
নিসপাল: সেই রকম ফর্ম্যাল কিছু হয়নি। একসঙ্গে পথ চলতে চলতে আমরা নিজেরাই বুঝতে পারলাম যে এবার আমাদের বিয়ে করার সময় এসেছে।
পত্রিকা: কোয়েলকে প্রথমবার ‘আই লাভ ইউ’টা কোথায় বলেছিলেন? কতটা ড্রামাটিক ছিল?
নিসপাল: এটা ছেড়ে দিন। এটা বড্ড পার্সোনাল।
পত্রিকা: একটা সময় ইন্ডাস্ট্রিতে অনেকেই বলত কোয়েলের মা-বাবার এই সম্পর্কটা মেনে নিতে আপত্তি আছে কারণ আপনি বাঙালি নন...
নিসপাল: একদম বাজে কথা। কোনও দিন এ রকম কিছু হয়নি। পুরো কথাটার মধ্যেই পয়েন্ট ওয়ান পারসেন্টও সত্যতা নেই। ওঁরা অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং। অ্যাম ভেরি ক্লোজ টু বোথ অফ দেম। আর দেখুন, কোয়েল ওঁদের একমাত্র সন্তান। আমার কাছে এটা একটা বিরাট রেসপনসিবিলিটি। আই উইল টেক গুড কেয়ার অফ হার। সে ব্যাপারে আমি খুব ক্লিয়ার।
পত্রিকা: তা বিয়ের দিনটা কবে?
নিসপাল: পয়লা ফেব্রুয়ারি আমাদের বিয়ে। দোসরা ফেব্রুয়ারি রিসেপশন।
পত্রিকা: আর বিয়েটা কোন মতে হবে? পঞ্জাবি না বাঙালি মতে?
নিসপাল: পয়লা ফেব্রুয়ারি সকালে আমাদের গুরুদ্বার যেতে হবে। সেখানে আমাদের বিয়ে হবে। তারপর বিকেলে একদম বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান।
পত্রিকা: টোপর পরবেন তো?
নিসপাল: হা, হা, হা... অবশ্যই পরব। আই হ্যাভ নো অপশন।
|
|
পত্রিকা: আমি দৃশ্যটা কল্পনা করছি... আপনাকে টোপর পরা দেখে জিৎ আর দেব কিন্তু সাঙ্ঘাতিক হাসবে পেছনে দাঁড়িয়ে...
নিসপাল: (প্রচণ্ড লজ্জা পেয়ে) শুধু জিৎ আর দেব কেন? মনি আর শ্রীকান্তভাই অলরেডি আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে।
পত্রিকা: বিয়ের শপিং শুরু করেছেন আপনারা?
নিসপাল: না, এখনও কিছুই শুরু হয়নি। এই মুহূর্তে আমরা দু’জনেই ভীষণ ব্যস্ত। পুজোর পরেই যা শপিং করার, শুরু করব।
পত্রিকা: আর হনিমুনের প্ল্যান?
নিসপাল: হনিমুনের আগে অনেক কাজ আছে।
গতকাল ‘পাগলু-২’ রিলিজ করল। এখন সেটা নিয়েই ব্যস্ত আমরা দু’জনেই। হনিমুনের প্ল্যান পরে করব।
পত্রিকা: আচ্ছা, টিভি চ্যানেলগুলোকে কিন্তু আপনি খুব খুশি করেছেন, সেটা জানেন কি?
নিসপাল: টিভি চ্যানেলগুলো? আমি? কেন?
পত্রিকা: অষ্টমীর দিন এমনিতেই ওরা মল্লিকবাড়ির পুজো দেখায়। সেখানে কোয়েল ছাড়াও এবার আপনাকে দেখা যাবে...
নিসপাল: হা, হা, হা... হ্যাঁ, এ বছর থেকে ওখানে থাকতেই হবে আমাকে।
পত্রিকা: তাহলে ঢাক বাজাবেন তো আরতির সময়ে মল্লিকবাড়িতে?
নিসপাল: খুব চেষ্টা করব, আপনাকে কথা দিচ্ছি। |
|
|
|
|
|