মন্তেশ্বর পঞ্চায়েতের ভারুচা গ্রামের ষষ্ঠীতলা থেকে কলাইডাঙা পর্যন্ত প্রায় ৫০০ ফুট রাস্তা বেহাল। গ্রামবাসীদের দাবি, বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে হয়ে যায়। ফলে গ্রাম থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওই গ্রামের পাশেই রয়েছে পাটিকেলডাঙা নামে আর একটি গ্রাম। সেখানকার প্রাথমিক স্কুলে পড়তে যায় ভারুচা গ্রামের বহু খুদেরা। মন্তেশ্বরে নানা জায়গায় বিভিন্ন উচ্চ বিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে যায় গ্রামের বেশ কিছু ছাত্রছাত্রী। স্কুল পড়ুয়া হেমন্ত মল্লিক, মানসী ঘোষ, কৌশিক মল্লিক, সুমনা মল্লিকদের কথায়, “বৃষ্টি পড়লেই রাস্তার এমন হাল হয় যে স্কুলে যেতে কান্না পায়।” |
পিচ উঠে বেহাল বর্ধমান-মন্তেশ্বর রাস্তা। ছবি: কেদারনাথ ভট্টাচার্য। |
বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে কখনও এই রাস্তায় মোরাম ফেলা হয়নি। মাস তিনেক আগে বিডিও, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত-সহ বেশ কয়েকটি জায়গায় রাস্তায় মোরাম ফেলার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কোনও লাভ হয়নি।” মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান চন্দন মন্ডল জানান, সম্প্রতি ১০০ দিনের প্রকল্পে ওই রাস্তায় মাটি ফেলা হয়েছে। রাস্তাটিতে মোরাম ফেলার চেষ্টা চলছে।
|
ছিনতাইকারীকে ধরল জনতা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেললেন বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কালনা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তোলেন শ্যামাপ্রসাদ দাস নামে এক ব্যক্তি। ব্যাঙ্কের কাছেই সাইকেল রেখে এক পরিচিতের কথা বলছিলেন তিনি। হঠাৎই তাঁর টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় এক যুবক। তিনি চিৎকার করলে এলাকার মানুষজন ওই যুবকটিকে ধাওয়া করেন। কালনা কলেজের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় সে। তাকে মারধর করা হয়। দুই টিএমসিপি নেতা সন্দীপ বসু ও শেখ নাসের আলি জখম অবস্থায় ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করান। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। |