মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচদিনের জেলা সফরের আজ দ্বিতীয় দিন। নদিয়ার পর মালদহে দুর্গাকিঙ্কর হলে প্রশাসনিক বৈঠক শেষ করে দুপুরে ইটাহারের জনসভায় উপস্থিত হয়েছেন তিনি। বৈঠকে প্রধানত দুটি বিষয়ের উপর আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী:
বিমানবন্দর: মালদহে নতুন বিমানবন্দরের জন্যে রাজ্য সরকার ৬০০ একর জমি নেবে। এই জমির খোঁজও শুরু হয়ে গেছে।
আইটি হাব: ৫ একর জমিতে গড়ে উঠবে আইটি হাব।
এছাড়া পর্যটন শিল্পের উন্নতিকরণ ও সংখ্যালঘুদের বৃত্তির সুযোগ করে দেওয়া হবে।
জনসভায় জননেত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেন, যে গুলি হল
• জেলার ৯টি ব্লকে আইটিআই তৈরি হবে।
• কৃষকদের শস্য বিমা করে দেবে সরকার।
• ইসলামপুর ও রায়গঞ্জে তৈরি হবে দুটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল।
• সব ব্লকে তৈরি হবে পলিটেকনিক কলেজ।
• স্বনির্ভরগোষ্ঠী গুলির জন্যে মার্কেট কমপ্লেক্স।
• মালদহে তৈরি হবে আইন কলেজ।
|
বায়ুসেনার কপ্টার দুর্ঘটনা |
ফের কপ্টার দুর্ঘটনা ঘটল গুজরাতের জামনগরের সরমত গ্রামে। প্রশিক্ষনরত বায়ুসেনার দুই এমআই-১৭ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। মৃত্যু হয়েছে বাকি আরও ৮ জনের। এই ঘটনার কোনও কারণ এখনও জানা যায়নি। |
কয়লাকাণ্ডে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে আজ ফের উত্তাল হয়ে পড়ে সংসদের দুই কক্ষ। বেলা বারোটা পর্যন্ত মুলতুবির পর ফের শুরু হয় অধিবেশন। ইস্তফার দাবিতে অনড় হযে় বিজেপি পাল্টা আক্রমন করে কংগ্রেসকেও। এর ফলে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও সারা দিনের জন্য স্থগিত হয়ে যায় লোকসভা। |
ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গি সন্দেহে কর্নাটক থেকে ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। উত্তর প্রদেশ ও কর্নাটক পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয়। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয় হুবলি থেকে। অন্যদিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় ৪ জন। এদের মধ্যে এক জন সাংবাদিকও রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। |
বারাসত ইভটিজিং ঘটনায় গ্রেফতার ৪ |
বারাসতে একাদশ শ্রেণীর ছাত্রীর ইভটিজিংয়ের ঘটনায় এক জনকে গ্রেফতার করে পুলিশ। বারাসতের গেঞ্জিমিল এলাকায় ওই ছাত্রী ও তার মা বাড়ি ফিরছিলেন সেই সময় স্থানীয় একটি দোকান থেকে কিছু যুবক তাকে কটূক্তি করতে থাকে বলে অভিযোগ। ছাত্রীটির মা প্রতিবাদ করতে গেলে তাঁকেও হেনস্থা করে ওই যুবকেরা। সেই সময় তাঁরা বারাসত থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক জনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনকে গ্রেফতার করে। ধৃত চারজনকে বারাসত আদালতে তোলা হবে আজ। |
আজ সকালে বীরভূমের দুবরাজপুর এলাকায় এক ব্যবসায়ী তার ভাইয়ের সঙ্গে কলকাতায় আসার পথে কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। দুষ্কৃতীরা তাদের কাছ থেকে টাকা লুঠ করে ও তাঁকে গুলি করে খুন করে। সেই সময় তাঁর ভাই বাধা দিতে এলে তাঁকেও মারধোর করে ও বোমা ফাটিয়ে পালিয়ে যায় তারা। ব্যবসায়ীর ভাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। |
আজ সকালে রবীন্দ্র সরোবর এলাকার ২ নম্বর রেল গেটের কাছে উদ্ধার হয় এক মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সকালে কিছু লোক মৃতদেহটিকে জলে ভাসতে দেখে। এর পর লেক থানায় তারা খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি মৃতব্যক্তির। তার আনুমানিক বয়স ৫৫। এর ফলে সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটির ময়নাতদন্ত করতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। |