বুনো হাতির লাথিতে মারা গেলেন এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটে ভাতখাওয়া চা বাগান এলাকায়। মৃতের নাম শিবাজী ছেত্রী (৫০)। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাত খাওয়া পশ্চিম রেঞ্জার জগন্নাথ গঙ্গোপাধ্যায় জানান, রাতে বাড়িতে ফেরার সময় লোয়ার লাইনে তিনি হাতির সামনে পড়ে যান। বুনোটি লাথি দিলে তিনি ঘটনাস্থলে শিবাজীর মৃত্যু হয়।
|
সাম্প্রতিক বন্যায় কাজিরাঙা জাতীয় পার্কে ৬৩১টি প্রাণীর মৃত্যু হয়েছে। ৬৩১টির মধ্যে ১৯টি গন্ডার। রাজ্যসভায় জানিয়েছেন জয়ন্তী নটরাজন।
|
হাঁড়িয়া, নুন, চালের লোভে চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে ২৫টি বাড়ি ভাঙচুর করল একদল হাতি। মঙ্গলবার ভোরে বানারহাটের গেন্দ্রাপাড়া চা বাগানে ঘটনাটি ঘটেছে।
|
তিন বাসিন্দা খেলা করছে এক উদ্ধারকর্তার সঙ্গে। ছবি: ডব্লিউটিআই |
কাজিরাঙার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের দশ বছর পূর্ণ হল। গত এক দশকে ১৫০টিরও বেশি প্রজাতির কমপক্ষে ১৬০০ পশুপাখিকে বাঁচিয়েছে এই কেন্দ্র। শুধু বাঁচানোই নয়, ওই প্রাণীদের ফের জঙ্গলের জীবন ফিরিয়ে দিয়েছে তারা। অসম বনবিভাগ, আইএফএডব্লিউ এবং ডব্লিউটিআই-এর যৌথ প্রয়াসে তৈরি এই কেন্দ্র। |