মে মাসে এসেছিলেন হিলারি ক্লিন্টন। জানুয়ারি মাসে খোদ বারাক ওবামাকে আমন্ত্রণ জানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে কলকাতায় আন্তর্জাতিক যুব সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। মুখ্যমন্ত্রী চান, সে দিনই কলকাতায় আসুন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। মার্কিন বিদেশসচিব হিলারির সফরের সময়ে ওবামাকে আমন্ত্রণের ইচ্ছার কথা তাঁকে জানিয়েছিলেন মমতা। কিন্তু কেন বারাক ওবামা? তৃণমূল নেতৃত্বের যুক্তি, ওবামা যদি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কলকাতায় আসেন তা হলে গোটা দেশ তথা বিশ্বের কাছে নতুন করে পশ্চিমবঙ্গকে তুলে ধরা সম্ভব হবে। দেশীয় তথা আন্তর্জাতিক বাণিজ্য মহলের কাছে ইতিবাচক বার্তা দেওয়া যাবে। আগামী দিনে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে ওই সফরের সুফল পেতে পারে রাজ্য। দ্বিতীয়ত, বিবেকানন্দ শিকাগোর বিশ্ব ধর্মসমভায় নিজেকে বিশ্ববাসীর সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। সেই শিকাগোর সঙ্গে ওবামার সম্পর্ক দীর্ঘদিনের। হনলুলুতে জন্মালেও স্নাতক স্তরের পড়া শেষ করে শিকাগোতে এসে কর্মজীবন শুরু করেন ওবামা। পরে শিকাগোর আইন বিশ্ববিদ্যালয়ে সংসদীয় আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। শিকাগো আদালতেই মানবধিকার নিয়ে ওকালতিও শুরু করেছিলেন। তৃণমূলের এক নেতার কথায়, “শিকাগোর সঙ্গে বিবেকানন্দ ও ওবামার দু’জনেরই সম্পর্ক গভীর। তা মাথায় রেখেই মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছে।” তবে ওবামার সফর নিয়ে একটি প্রশ্নচিহ্ন আছে। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ওবামার অনেক নীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদি ওবামা ভোটে হেরে যান? তৃণমূলের এক নেতা জানিয়েছেন, সে ক্ষেত্রেও ওবামাকেই আমন্ত্রণ জানানো হবে। শিকাগোর সঙ্গে তাঁর যোগের কথা মাথায় রেখে ব্যক্তি ওবামাকেই গুরুত্ব দেবে রাজ্য।
|
কাজ ফেরানোর দাবিতে অনশন শিক্ষা-সেবকদের |
সর্বশিক্ষা অভিযানের ‘শিক্ষালয়’ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় যাঁরা কর্মচ্যুত হয়েছেন, তাঁরা সোমবার অনশন করলেন কলকাতা পুরসভার সামনে। ওই প্রকল্প ফের চালু করে বা অন্য কোনও প্রকল্পে কাজ পাওয়ার দাবিতে তাঁদের ওই কর্মসূচি। প্রাথমিক ভাবে তাঁদের ‘আমরণ’ অনশন করার কথা ছিল। কিন্তু ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ এ দিন তাঁদের চিঠি পাঠিয়ে অনশন প্রত্যাহারের আর্জি জানান। অশোকবাবুর বক্তব্য, ‘আপনারা আমরণ অনশনের চরম রাস্তায় যাবার আগে আমাকে ও আমার রাজনৈতিক দলকে আপনাদের হয়ে আপনাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামার একটা সুযোগ দেবেন’। এর পরে আন্দোলনকারীরা অনশন তুলে নেন।
|
কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমফিল, পিএইচডি-র ছাত্রছাত্রীরা সকলেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র কাছ থেকে মাসিক বৃত্তি (ফেলোশিপ) পাবেন। এমফিলের জন্য মাসে পাঁচ হাজার টাকা এবং পিএইচডি-র জন্য মাসে আট হাজার টাকা মিলবে। তবে ওই পড়ুয়াদের মধ্যে যাঁরা অন্য কোনও বৃত্তি পান, ইউজিসি থেকে তাঁরা টাকা পাবেন না। এই ব্যবস্থা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে আগে থেকেই চালু আছে। সম্প্রতি ইউজিসি সিদ্ধান্ত নেয়, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যেগুলি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ‘নাক’-এর মূল্যায়নে ‘উৎকর্ষের সম্ভাবনাময়’ বলে চিহ্নিত হয়েছে, সেখানকার ছাত্রছাত্রীদেরও মাসিক বৃত্তি দেবে তারা। এ রাজ্যে কলকাতা এবং যাদবপুর এই দু‘টি বিশ্ববিদ্যালয় নাক-এর ওই তকমা পেয়েছে। ফলে শুধু সেখানকার ছাত্রছাত্রীরাই ওই সুযোগ পাবেন।
|
সেনাবাহিনীর আপত্তিতে আটকে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন। জট খুলতে সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মহাকরণে পুরমন্ত্রী, শিল্পমন্ত্রী, মেয়র-সহ সরকারের কয়েকটি দফতরের সঙ্গে সেনাবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, গঙ্গার ধারে চাতাল বানানো নিয়ে আপত্তি উঠেছিল। সেনা অফিসারের উপস্থিতিতে সেখানে কাজের অনুমতি দেওয়া নিয়ে আলোচনা হয়। বইপাড়াকে নতুন ভাবে সাজানো ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির শ্রীবৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে।
|
ফুটপাথের বাড়ি ভাঙার নির্দেশ |
ফুটপাথে কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করবে না কলকাতা হাইকোর্ট। কড়েয়া থানা এলাকার নিউ কাশিয়া বাগানে ফুটপাথ দখল করে বাড়ির নির্মাণকাজ চলছে। অবিলম্বে সেই বাড়ি ভেঙে দেওয়ার জন্য কলকাতা পুরসভা ও পুলিশকে সোমবার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। ২০০২ সাল থেকেই একটি সংস্থা ফুটপাথের কিছুটা অংশ দখল করে কাজকর্ম চালাচ্ছিল। মাস ছয়েক আগে গোটা ফুটপাথ দখল করে সেখানে পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়। এলাকার বাসিন্দারা পুরসভা ও কড়েয়া থানায় অভিযোগ জানান। কিন্তু কোনও কাজ হয়নি। ফুটপাথের উপরে তৈরি বাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের কাজও শুরু হয়।
|
শহর ও শহরতলিতে সোমবার তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত এক। পুলিশ জানায়, হেয়ার স্ট্রিট থানার অকল্যান্ড রোডে সিএসটিসি-র একটি বাসের ধাক্কায় অমরেন্দ্রনাথ চক্রবর্তী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। চালক আত্মসমর্পণ করেছেন। অন্য দিকে, দক্ষিণ শহরতলির নোদাখালি মোড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অনিমেষ সর্দার (১৪) নামে এক স্কুলছাত্রের। এজেসি বসু রোড ও রডন স্ট্রিটের মোড়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বিকাশ কুমার। তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের এলএলবি (পাঁচ বছরের পাঠ্যক্রম) এবং অনার্স-সহ বিএ এলএলবি পার্ট ফাইভের ফল আজ, মঙ্গলবার প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন বিকেল ৪টের পরে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে এবং এসএমএস করে ফল জানতে পারবেন। ফল জানা যাবে www.exametc.com ওয়েবসাইটে। এসএমএসে ফল জানার জন্য পরীক্ষার্থীরা CUPG-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে পারেন ৫৪২৪২ নম্বরে। |