টুকরো খবর
নিখরচায় ডি-ম্যাট অ্যাকাউন্টের সুবিধা দিতে বলল সেবি
এ বার নিখরচায় ডি-ম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করতে বলল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। ছোট লগ্নিকারীদের সুবিধা দিতেই তার এই নির্দেশ। এই সব বাহুল্য বর্জিত বা ‘নো-ফ্রিল্স’ ডি-ম্যাট অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত তহবিল রাখা যাবে। তবে শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদির মূল্যমান ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ১ অক্টোবর থেকে ডিপজিটরি-গুলিকে এই অ্যাকাউন্ট খোলা শুরু করতে বলেছে সেবি। সেবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ধরনের অ্যাকাউন্টের তহবিল ৫০ হাজার টাকা ছাড়ালে ফি নেওয়া হবে বছরে সর্বোচ্চ ১০০ টাকা হারে। গ্রাহকেরা এই অ্যাকাউন্টের জন্য ইলেকট্রনিক স্টেটমেন্টও পেতে পারবেন নিখরচায়। অন্তত দু’টি সাধারণ স্টেটমেন্টও মিলবে হিসাবপত্র চলাকালীন।

ফের শেয়ার ছাড়তে পারে ইউ বি আই
মূলধন সংগ্রহের জন্য বাজারে ফের শেয়ার ছাড়তে পারে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবি আই)। সম্প্রতি এ কথা জানান সংস্থার সিএমডি ভাস্কর সেন। চূড়ান্ত সিদ্ধান্ত না-নিলেও বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। চলতি আর্থিক বছরে কৃষি ও খুচরো ঋণের পাশাপাশি ছোট ও মাঝারি সংস্থাকে ঋণ দেওয়ায় জোর দেবে ইউবিআই। এ জন্য ছোট উদ্যোগপতি তৈরির বিষয়টিতে বিশেষ ভাবে উৎসাহ দিচ্ছে তারা। ভাস্করবাবু বলেন, “কেন্দ্রের গ্রামীণ স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমেই এ কাজে হাত দিয়েছি। সারা দেশে বিভিন্ন ব্যাঙ্কের ৫০৩টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে আমাদের কেন্দ্রটি প্রথম স্থানে এসেছে।” ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার মানস ধর জানান, “প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় নামা মানুষের সংখ্যা রাজপুর কেন্দ্রেই সব থেকে বেশি। এ ধরনের কেন্দ্রে চানাচুর তৈরি, পশুপালন, মৎস্যচাষ ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়।” অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক ১৭৩.৮৯ কোটি টাকার নিট মুনাফা করেছে। যা গত বারের থেকে ৩১.৩% বেশি।

ছাড় অলঙ্কারে
ক্রেতাদের বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছে নবরত্ন জেম্স অ্যান্ড জুয়েল্স। রয়েছে কিস্তিতে কেনার সুবিধাও। এই সুবিধা মিলবে ৩১ অগস্ট পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.