৩ মাসে রামপুরহাট-বোলপুরে ১৭টি মন্দিরে চুরি
আইসি ‘শো-কজে’র পরে ফের মন্দিরে চুরি
রামপুরহাটের পর এ বার বোলপুর। জেলা জুড়ে গত কয়েক মাস ধরে পরপর মন্দিরে চুরির ঘটনায় নতুন সংযোজন। বৃহস্পতিবার গভীর রাতে গত আটচল্লিশ ঘণ্টায় বোলপুর এলাকায় দ্বিতীয় চুরির ঘটনা ঘটল। তাৎপর্যপূর্ণ ভাবে বোলপুর থানার আইসিকে ‘শো-কজ’ করার কয়েক ঘণ্টার মধ্যেই এই চুরি। এ দিনের চুরির ঘটনাটি ঘটেছে বোলপুরের ৬ নম্বর ওয়ার্ডের একটি কালীমন্দিরে।
জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার অপরাধীদের আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় আরজি পার্টি গড়া এবং নৈশ প্রহরী রাখা-সহ পুলিশি টহলদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা করা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালীমোহন হাজরার বাড়ির মন্দির থেকে প্রায় তিন লক্ষ টাকার সোনা, রুপোর গয়না চুরি গিয়েছে। ওই পরিবারের সদস্য মানিকচন্দ্র হাজরা বলেন, “মন্দিরের কোলাপসিবল গেটের তালা ও দরজার তালা ভেঙে চুরি হয়েছে। শুক্রবার সকালে প্রত্যেক দিনের মতো বাড়ির বড় ছেলে বিনু হাজরা মন্দির পরিষ্কার করতে গিয়েছিলেন। তিনিই প্রথম চুরির বিষয়টি খেয়াল করেন।
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
এরপরেই আমরা বোলপুর থানায় লিখিত অভিযোগ করি।” গত মঙ্গলবার গভীর রাতেই বোলপুর থানার বাহিরি গ্রামে পরপর ৫টি মন্দিরে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে। ক্ষোভ দেখা দেয় এলাকায়। তারপরেই জেলার পুলিশ সুপার বোলপুর থানার আইসি কমল বৈরাগ্যকে ‘শো-কজ’ও করেছিলেন। কিন্তু অপরাধের ঘটনা ঠেকাতে জেলার পুলিশ যে কার্যত দর্শকের চেহারা নিয়েছে বৃহস্পতিবার রাতের চুরির ঘটনাই তার প্রমাণ। পুলিশের দিকে রীতি মতন ‘চ্যালেঞ্জ’ ছুড়ে মন্দিরে চুরির ঘটনা বাড়ছে উত্তরোত্তর!
প্রসঙ্গত, চলতি বছরে জুন মাস থেকে অগস্ট মাস পর্যন্ত রামপুরহাট ও বোলপুর মহকুমা এলাকার ১৭টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চুরির অঙ্ক ছাড়িয়েছে কয়েক লক্ষ টাকা। মন্দির হারিয়েছে দুর্মূল্য সব শতাব্দী প্রাচীন বিগ্রহ। কিন্তু জেলার পুলিশ-প্রশাসন এ বিষয়ে আশ্চর্যজনক ভাবে কোনও কিছুই করতে পারেনি। চুরির কিনারা কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার তো দূর অস্ত, পরবর্তী চুরিটিও ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ।এক মাত্র গত মে মাসে তারাপীঠের একটি মন্দিরে চুরির ঘটনায় টহলদার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী-সহ ধরা পড়েছিল চোর।
স্বাভাবিক ভাবেই রাতের অন্ধকারে অপরাধীদের বিনা বাধায় পরপর এই চুরির ঘটনায় জেলাবাসীর মধ্যে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। এ দিনই রামপুরহাট ১ ব্লক কংগ্রেস নেতৃত্ব জেলা জুড়ে পরপর মন্দিরে চুরির ঘটনায় পুলিশের কাছে দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বোলপুরে বৃহস্পতিবার এই মন্দিরে চুরি হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.