আজকের শিরোনাম
জামিন পেলেন ‘মাওবাদী’ শিলাদিত্য
আজ এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ‘মাওবাদী ’ তকমা পাওয়া শিলাদিত্য চৌধুরীকে জামিন দিল মেদিনীপুর আদালত। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন মাওবাদী সন্দেহে তাকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় বিনপুর থানার নয়াগ্রামের বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে। এরপর ঝাড়গ্রাম আদালতে জামিন মঞ্জুর না হওয়ায় মেদিনীপুর আদালতে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়।

সিঙ্গুর মামলায় হাইকোর্টের রায় বহাল
সিঙ্গুর মামলা নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে হাইকোর্টের রায়কেই পরবর্তী শুনানি পর্যন্ত জারি রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ২২শে জুন সিঙ্গুর আইনকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দিয়েছিল পিনাকীচন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে রাজ্য সরকার। আজ শুনানিতে রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহ পর ফের শুনানি হবে বলে জানা গিয়েছে।

টুজি কাণ্ডে ক্লিনচিট চিদম্বরমকে
টুজি কাণ্ডে পি চিদম্বরমকে আজ সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার সঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের জড়িত থাকা নিয়ে প্রথমে দিল্লি আদালতে মামলা করা হলে তা খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী ও টিম অণ্ণার সদস্য প্রশান্ত ভূষণ। আজ চিদম্বরমের বিরুদ্ধে দু’টি জনস্বার্থ মামলাই খারিজ করে দেয় শীর্ষ আদালত। তথ্য-প্রমাণ না থাকায় তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তও না করার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ে স্বভাবতই স্বস্তিতে কেন্দ্র। সুপ্রিম কোর্টের রায়ে যারপরনাই অখুশি সুব্রহ্মণ্যম স্বামী। রায়ের পুর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাবেন তিনি।

ডোপে অভিযুক্ত ল্যান্স অ্যামস্ট্রং
এবার ডোপ টেস্টে ধরা পড়লেন ক্যানসারজয়ী সাইক্লিস্ট ল্যান্স অ্যামস্ট্রং। ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত বিশ্বমানের প্রতিযোগিতাগুলিতে ভাল ফল করার জন্য ডোপিং করেছিলেন বলে কবুল করেন তিনি। তাঁর ওপর সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করছে মার্কিন ডোপ নিরোধক সংস্থা। কেড়ে নেওয়া হচ্ছে ত্যুর দ্যঁ ফ্রান্সের ৭টি খেতাবও।

আসানসোলের অবৈধ খনিতে ধস
আজ ফের ধস নামে আসানসোলের একটি অবৈধ খনিতে। ঘটনাটি ঘটে সালানপুরের ডাবর কোলিয়ারিতে। বেশ কয়েকদিন থেকেই অবৈধভাবে এই খনন চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ কয়লা তোলার সময়় হঠাত্ই ধস নামায় সম্ভবত মাটি চাপা পড়ে আটকে যান বেশ কয়েকজন শ্রমিক। উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

ইঞ্জিন খারাপ, ব্যাহত ট্রেন চলাচল
আজ বগুলা স্টেশনে জঙ্গিপুর প্যাসেঞ্জারের ইঞ্জিন খারাপ হওয়ার দরুণ ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ব্যান্ডেল-কাটোয়া রুটে কামরুপ এক্সপ্রেস-সহ দাঁড়িয়ে আছে একাধিক লোকাল ট্রেন। স্বভাবতই বিপাকে পড়েছেন যাত্রীরা। ইঞ্জিন সরানোর কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে গুপ্তিপাড়ায় ট্রেনটিকে সরিয়ে আনা হলেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.