টুকরো খবর
‘ক্ষত’ নিয়েই এগোল কিউরিওসিটি
নাসার মঙ্গলযান কিউরিওসিটির গায়ে প্রথম ক্ষত! নাসার তরফে জানানো হয়েছে, কিউরিওসিটির আবহাওয়া স্টেশনের দু’টি সেন্সরের মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কিউরিওসিটি প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের দাবি, এর ফলে তার আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো একেবারে বন্ধ হয়ে যাবে না। কিছুটা ক্ষতিগ্রস্ত হবে মাত্র। কী ভাবে নষ্ট হল সেন্সরটি? প্রাথমিক ভাবে অনুমান, গেল ক্রেটারে কিউরিওসিটির অবতরণের সময়ই এই ঘটনা ঘটেছে। নামার সময় মাটি থেকে ছোট ছোট পাথরের টুকরো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তেমন কোনও ছোট পাথরের টুকরো লেগেই সেন্সরের অত্যন্ত সূক্ষ্ম তার কেটে গিয়ে থাকতে পারে। মঙ্গলের মাটিতে অন্তত দু’বছর কাজ করার কথা কিউরিওসিটির। ফলে প্রায় শুরুর দিকেই এই বিপর্যয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এর ফলে কতটা ক্ষতি হতে গবেষণার কাজে? কিউরিওসিটির ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট অশ্বিন বাসবাদার কথায়, “এর ফলে একটা বিশেষ দিক থেকে হাওয়া বইলে তা বিশ্লেষণ করতে অসুবিধা তো হবেই। তবে আশা করছি সমস্যাটা কাটিয়ে উঠতে পারব।” কিছুটা অপ্রত্যাশিত এই বিপর্যয়ের মেঘ কাটিয়েই অবশ্য মঙ্গলের মাটিতে প্রথম বার ৪.৫ মিটার হাঁটল কিউরিওসিটি। ১২০ ডিগ্রি ঘোরেও সে। নাসার গবেষণাগার থেকে প্রায় আধ ঘণ্টার এই হাঁটাচলার জন্য নির্দেশ পাঠানো হয় কিউরিওসিটিকে।

শাস্তি নিয়োগকারীর
কর্মরত অবস্থায় আহত ভারতীয় কর্মচারীকে বার করে দিয়ে তাঁকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার অপরাধে ন’মাসের কারাদণ্ড ও বিপুল জরিমানা হল সিঙ্গাপুরের নিয়োগকারীর।

বরের মৃত্যু
কুয়েতের বিয়ের অনুষ্ঠানে বন্ধুর ছোড়া গুলিতে মর্মান্তিক মৃত্যু হল বরের। আনন্দে মশগুল বন্ধুটি শুন্যে গুলি চালায় কিন্তু তা গিয়ে লাগে বরের পিঠে।

বিতাড়িত ৭০০
পড়ুয়া-সহ প্রায় ৭০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল ব্রিটেন। ভিসা কেলেঙ্কারি ঠেকাতে এই পদক্ষেপ। অবৈধ ভাবে তাঁরা লন্ডনে ছিলেন, দাবি কর্তৃপক্ষের।

নগ্ন রাজকুমার
লাস ভেগাসের হোটেলে নগ্ন ব্রিটেনের রাজকুমার হ্যারি। সঙ্গে রহস্যময়ী। একটি সাইটে প্রকাশিত হয় ছবিটি। ‘স্ট্রিপ বিলিয়ার্ড’-এ এই কাণ্ড। ছবিটি হ্যারিরই, জানায় তাঁর অফিস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.