টুকরো খবর
শোনা গেল অধিবেশন স্থগিতের ‘পরামর্শ’, অস্বস্তিতে রাজীব শুক্ল
চুপি চুপি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে বলছিলেন অধিবেশন স্থগিত রাখতে। কিন্তু, ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনের মাইকে সে কথা জোরে শোনা যাওয়ায় অস্বস্তিতে পড়লেন সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্ল। রাজ্যসভায় অধিবেশনের শুরু থেকেই কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হই চই শুরু করেন বিরোধীরা। তখনই কুরিয়েনের কাছে গিয়ে রাজীব শুক্ল ফিসফিসিয়ে বলেন, “আজকের মতো অধিবেশন স্থগিত করুন।” মাইকে কথাটা স্পষ্ট শোনা যায়। তার কিছু ক্ষণ পরেই অধিবেশন স্থগিত হয়ে যায়।
এই সেই মুহূর্ত। মঙ্গলবার রাজ্যসভায়। ছবি: পিটিআই
বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকরের বক্তব্য, কংগ্রেস নিজেরাই সংসদ অচল করে দিচ্ছে। তার পরে সেই দোষ চাপাচ্ছে বিজেপি-র ঘাড়ে। লোকসভার প্রাক্তন সেক্রেটারি সুভাষ কাশ্যপের মতে, ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে পরামর্শ দেওয়া শোভন নয়। মন্ত্রী ও সাংসদরা নিজেদের আসন থেকেই কথা বলতে পারেন। অবশ্য ভিন্নমত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, সংসদীয় প্রতিমন্ত্রী হয়তো কোনও পরামর্শ দিয়েছেন। ডেপুটি চেয়ারম্যান তা মানতে বাধ্য ছিলেন না।

স্বশাসিত পরিষদের টাকা তছরুপের মামলা শুরু
ডিমা হাসাও স্বশাসিত জেলাপরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য, ডেপোলাল হোজাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য রাজ্যপাল জে বি পট্টনায়ক সিবিআই-কে অনুমতি দিলেন। পরিষদে জনস্বাস্থ্য কারিগরি দফতরের টাকার ব্যাপক নয়ছয়ে ডেপোলাল-সহ ১৪ জনকে অভিযুক্ত করে গত এপ্রিলে সিবিআই চার্জশিট পেশ করেছিল। পরিষদের সদস্য গলন দাওলাগুপু এবং ডেপুটি ডিরেক্টর আর এইচ খানেরও নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়। যে সময়ে সরকারি অর্থের নয়ছয় হয়েছে, সেই সময় ডেপোলালই ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য। ২০০৮-এর শুরুতে নতুন পরিষদ গঠিত হলে তিনি ১১ মাস ওই পদে ছিলেন। পরে পদত্যাগ করেন। তাঁর জায়গায় দায়িত্ব নেন মোহিত হোজাই। ডেপোলালকে নির্বাচিত করা হয় চেয়ারম্যান পদে। ওই পদেও অবশ্য তিনি বেশি দিন টিকতে পারেননি। এখন ডেপোলাল একজন সাধারণ সদস্য মাত্র। ২০০৯-এর ৩০ মে পরিষদের সরকারি টাকা জঙ্গি শিবিরে পৌঁছে দিতে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন মোহিত হোজাই। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় আর এইচ খানকে। এরা দু’জন সেই থেকেই কারাবন্দি। পরে সিবিআই তদন্তে নেমে পাঁচটি চার্জশিট পেশ করে। প্রায় সব ক’টিতেই মোহিত ও আর এইচ খান অভিযুক্ত। জনস্বাস্থ্য কারিগরি দফতরের দুর্নীতির চার্জশিটে ডেপোলালের নামও উঠে আসে। পরিষদের নিয়ম মেনে মে মাসে তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি চায় সিবিআই। রাজ্যপাল এ বার সেই সম্মতি দিলেন। ফলে বিশেষ আদালতে এখন মামলা শুরু হবে।

রাঁচিতে কিশোরী ধর্ষিত, ধৃত ৫ অটোচালক
রাজধানী শহর রাঁচির পান্ড্রায় কাল রাতে গণধর্ষণের শিকার হল এক আদিবাসী কিশোরী। মেয়েটির বাড়ি মান্ডু। বাড়ি ফেরার বাস ধরার জন্য রাত সাড়ে আটটা নাগাদ পান্ড্রা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল ওই কিশোরী। পুলিশ জানায়, ঘরে পৌঁছে দেওয়ার টোপ দিয়ে একটি অটোয় চাপিয়ে মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে পাঁচ যুবক তাকে ধর্ষণ করে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পান্ড্রা বাসস্ট্যান্ডের খানিকটা দূরে রাস্তার পাশ থেকে রাতের টহলদার পুলিশ মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। মহিলা পুলিশকর্মীরা থানায় মেয়েটির শুশ্রূষা করে। রাঁচির পুলিশ সুপার (শহর) বিপুল শুক্ল জানান, কিশোরীর দেওয়া ধর্ষণকারীদের চেহারার বর্ণনা অনুযায়ী কাল গভীর রাতেই পাঁচ যুবককে ধরা হয়েছে। ধৃতরা সকলেই পান্ড্রা রুটের অটো চালক। পুলিশ জানিয়েছে, আজ কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। জেরার মুখে ধৃতরা ধর্ষণের কথা কবুল করেছে বলে পুলিশ জানিয়েছে।

ইম্ফলে জোড়া বিস্ফোরণ
দু’টি বিস্ফোরণ হল ইম্ফলের নোংরেন এলাকায়। পুলিশ জানায়, গত কাল রাত সাড়ে ১১টার সময় লামলাই থানা এলাকায় বিস্ফোরণ দু’টি হয়। বিস্ফোরণের পরে অজ্ঞাতপরিচয় জঙ্গিরা কয়েক রাউন্ড গুলিও চালায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্য দিকে, থৌবালে পুলিশের হাতে ধরা পড়েছে দুই কেসিপি জঙ্গি।

জামশেদপুরেও হামলা, ভাঙচুর নিকো পার্কে
জামশেদপুরের ‘নিকো জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক’-এ আজ দুপুরে এক দল যুবক তাণ্ডব চালায়। বেলা আড়াইটে নাগাদ লাঠি, রড নিয়ে পার্কে হানা দেয় প্রায় পঞ্চাশ জন। বিনোদন পার্কের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর করে তারা। মারধর করা হয় পদস্থ এক মহিলা কর্মী-সহ পার্কের সাধারণ কর্মীদের। অভিযোগ, তারা টাকাও লুঠ করে। পূর্ব সিংভূম জেলার এসএসপি অখিলেশ ঝা জানান,ওই দলে যুবকদের সঙ্গে ছিল বেশ কয়েকজন কিশোরও ছিল। সকলেই বিষ্টুপুরের বাসিন্দা। তল্লাশি চলছে। কেন এই ঘটনা ঘটল, প্ররোচনা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ওড়িশাকে বিদ্যুৎ
ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র ১ সেপ্টেম্বর থেকে ওড়িশাকে বাড়তি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। ওড়িশা বিদ্যুৎ-বণ্টন কোম্পানি ও এনটিপিসি-র চুক্তি হয়েছে।

গ্রেফতার দুই
কাশ্মীরে দুই ‘জঙ্গিকে’ গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন পুলিশকর্মী। পুলিশের দাবি, গত ১৯ মাস ধরে শ্রীনগরে সব জঙ্গি হানার জন্য দায়ী এই দু’জনই।

নাছোড় সাংমা আদালতে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সময় প্রণব মুখোপাধ্যায় লাভজনক পদে বহাল ছিলেন, এই অভিযোগ নিয়ে পি এ সাংমা এ বার সুপ্রিম কোর্টে। দাবি, তাঁর নির্বাচন অবৈধ।

অমিতাভ ফেসবুকেও
ব্লগ আর ট্যুইটারে থেমে না থেকে এ বার ফেসবুকেও যোগ দিলেন অমিতাভ বচ্চন। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই পদক্ষেপ, জানিয়েছেন তিনি।

নতুন তথ্য
বিদেশি শত্রুর আক্রমণ বা জঙ্গি হানা নয়, ২০১১ সালে সব চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মাওবাদীদের আক্রমণে। এই তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিপাকে শাহরুখ
শাহরুখ খানের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনল পুণের পুলিশ। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ডন’ নিজে এখনও এই অভিযোগের কথা জানেন না।

নাগপুরে ২০০০
ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে ১৯৯৫ সালে। তার পরেও নাগপুরে আছেন দু’হাজারেরও বেশি পাক নাগরিক। বিশদ জানতে চেয়েছে দিল্লি।

নেই সিএজি-রই
সিএজি বিনোদ রাইয়ের কার্যকালের রেকর্ড ‘হারিয়ে গিয়েছে’! তথ্যের অধিকার আইনের আওতায় এ কথা জানিয়েছে কেন্দ্র। সিএজি-র রিপোর্ট নিয়েই সম্প্রতি বিতর্ক হয়েছে।

বাবার বন্দুকে
বাবার বন্দুক দিয়ে নিজেকে গুলি করল দিল্লির এক কিশোরী। পুলিশ জানিয়েছে, বাড়িতে একা ছিল ওই কিশোরী। সুইসাইড নোট মেলেনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.