আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় লক্ষ্মণের |
শেষ পর্যন্ত সত্যি হল আশঙ্কা। ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বঙ্গিপুরাপু ভেঙ্কটসাই লক্ষ্মণ। আজ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে সাংবাদিক সম্মেলন করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানালেন ভারতের অন্যতম সেরা এই ডানহাতি।
নিজের ১৬ বছরের ক্রিকেটজীবনে ইতি টেনে তিনি জানান, এটাই অবসরের সঠিক সময়। তিনি আরও জানান, ‘‘দেশের হয়ে খেলতে পেরে গর্বিত। সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি।’’
১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আমদাবাদে এবং ১৯৯৮-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে কটকে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে। এ পর্যন্ত তিনি ৮১টি ওয়ান ডে খেলেছেন। শতরান করেছেন ৬টি। মোট রান ২৩৩৯।
|
ডেভিস কাপে বাদ ভূপতি-বোপান্না |
অলিম্পিকে দল গঠন নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ডেভিস কাপের দল থেকে বাদ পড়লেন মহেশ ভূপতি ও রোহন বোপান্না। লিয়েন্ডারের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়ে কার্যত বিদ্রোহ ষোষণা করেন ভূপতি-বোপান্না জুটি। অলিম্পিকের ‘স্বার্থে’ তাঁদের সিদ্ধান্ত মানতে বাধ্য হয় ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশন। কিন্তু সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয় ভারতের টেনিস দলকে। এরপর বিদ্রোহী জুটিকে শাস্তি দেওয়া নিয়ে ভারতীয় টেনিসমহলে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আজকের এই দলগঠন। বিশ্ব টিম টেনিস টুর্নামেন্ট নিয়ে ব্যাস্ত থাকায় ডেভিস কাপে তাঁর নাম বিবেচনা না করার আর্জি জানিয়েছিলেন লিয়েন্ডার নিজেই। এখনও চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নাম বিবেচনা হয়নি সোমদেবেরও। এই অবস্থায় য়ুকি ভাম্রি ও বিষ্ণু বর্ধনকে নিয়ে একেবারে নবীন দল গঠন করে বিদ্রোহী জুটিকে ‘শাস্তি’ দিল অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত চন্ডিগড়ে ১৪-১৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ অভিযান শুরু করছে ভারত।
|
অবশেষে গ্রেফতার গোপাল কান্ডা |
বিমান সেবিকা গীতিকা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ঘটনার ১৩ দিন পর গ্রেফতার হলেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডা। আজ সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে আজ রোহিনী আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। দশ দিন ধরে পলাতক ছিলেন গোপাল। ৮ অগস্ট শেষবারের মত তাঁকে গুরগাঁওয়ের বাড়িতে দেখা যায়। তাঁর খোঁজে দিল্লি পুলিশ হরিয়ানা, গোয়া, শিলিগুড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে রোহিনী আদালত। আগামী ২৪ অগস্টের মধ্যে গোপালের বিরুদ্ধে দিল্লি পুলিশকে সমন জারি করার নির্দেশও দেয়। কিন্তু তার আগেই আজ সকালে নাটকীয়ভাবে আত্মসমর্পণ করেন গোপাল কান্ডা। এ দিকে, লুকিয়ে থাকতে দাদাকে সাহায্য করার অভিযোগে কালই গ্রেফতার করা হয়েছে ভাই গোবিন্দ কান্ডাকে। থানায় ঢোকার আগে গোপাল সংবাদিকদের জানান, তদন্তে দিল্লি পুলিশকে সহযোগিতা করতেই তাঁর এই পদক্ষেপ।
|
দমদমে দম্পতিকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত ভ্রাতৃবধূ |
এক দম্পতিকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল দমদমের সূর্য সেন পল্লীতে। নিহত দম্পতির নাম গণেশ শিকদার ও পুষ্পা শিকদার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পৈত্রিক বাড়িকে প্রোমোটারের হাতে তুলে দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গণেশবাবুর ছোট ভাই কর্মসূত্রে থাকেন বিদেশে। তার স্ত্রী ঝর্ণা শিকদার ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। জানা গিয়েছে, বাড়িটি প্রোমোটারের কাছে দিতে ঘোরতর আপত্তি ছিল গণেশবাবু ও তাঁর স্ত্রীর। অভিযোগ উঠেছে, গতকাল রাতে ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়ে গণেশবাবু ও পুষ্পাদেবীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনার পর ঝর্ণা শিকদার পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। ধরা পড়ার ভয়ে সে হাতের শিরা কেটে ফেলে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
|