স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রাথীরা। বৃহস্পতিবার ছিল কাঁকসার পানাগড় বাজার হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন। এ দিন সিপিএম সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কাঁকসা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক বীরেশ্বর মণ্ডলের অভিযোগ, তৃণমূলের ‘হুমকির ভয়ে’ তাঁদের সমর্থিত প্রাথীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
|
রামনগর তিন নম্বর কোলিয়ারি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটি কোলিয়ারি প্রায় এক ঘন্টা বন্ধ রেখে জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। কোলিয়ারি সূত্রে খবর, ১৯ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয় পাণ্ডবেশ্বর এরিয়ার রামনগর তিন নম্বর পিট বন্ধ করে দেওয়া হবে। কর্মীদের অন্যত্র বদলি নেওয়ার কথাও কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে বলা হয়। পরের দিন ২০ জুলাই একটি নকশালপন্থী শ্রমিক সংগঠন নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভের বিক্ষোভের জেরে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে বাধ্য বয় কোলিয়ারি কর্তৃপক্ষ। কিন্তু তাতেও সমস্যা কাটেনি। জয়েন্ট অ্যাকশন কমিটির অন্তর্গত বিএমএস নেতা প্রয়াগ তিওয়ারি, আইএনটিটিইউসি নেতা বীরেন মুখোপাধ্যায়, নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ নেতা সাধন দাসরা জানান, রামনগর তিন নম্বর খনিতে ৭৫ লক্ষ ৪০ হাজার টন কয়লা মজুত আছে। এক মাসে সংযুক্ত পরামর্শদাতা কমিটির জরুরি ভিত্তিতে দু’বার বৈঠক হয়। দু’বারই কর্তৃপক্ষ কোলিয়ারি বন্ধ করার প্রস্তাব দেয়। জয়েন্ট অ্যাকশন কমিটি তা মানেনি বলে দাবি করেন তাঁরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
|
ডিভিসির দুর্গাপুর ব্যারাজ থেকে ৮৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হল শুক্রবার। সতর্ক করে দেওয়া হয় নিম্ন দামোদরে নীচু এলাকায় বসবাসকারী বাসিন্দা ও দামোদরে মাছ ধরতে নামা জেলেদের। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে উচ্চ দামোদরে বৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
|
বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বৃষ্টি হলেই নীচু জায়গাগুলিতে জল জমে যায়। বৃহস্পতিবার রাতে বৃষ্টির জেরে বাড়ির বাইরে পা দিতে পারছেন না তারা। একান্ত প্রয়োজন হলে নোংরা জমা জল পেরিয়ে হাঁটতে হচ্ছে। মহিলা ও শিশুরা বিশেষ অসুবিধায় পড়ছেন। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় কাউন্সিলর বিজেপির মনোজকুমার সিংহ জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তামলা নালা মজে গিয়েছে। একটু বেশি বৃষ্টি হলেই জল উপচে পড়ে প্লাবিত হচ্ছে সংলগ্ন নীচু এলাকাগুলি। তিনি বলেন, “বিষয়টি পুরসভায় তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব।”
|
নাতিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার দুপুরে সালানপুর থানার ডাবোড় মোড় সংলগ্ন শ্যামডিহি রোডে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম নিখিল চন্দ্র বিশ্বাস (৬৪)। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, ওই ব্যক্তি নাতিকে নিয়ে সাইকেলে চেপে মহাবীর কোলিয়ারি এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। একটি লরি তাঁকে ধাক্কা দেয়। নাতি বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় নিখিলবাবুর। লরিটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে লরির চালক ও খালাসিকে।
|
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুর্গাপুরের ভারতী রোড এলাকার ঘটনা। মৃতের নাম সোমনাথ ঘোষ (২৮)। দেহ ময়না-তদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়।
|
পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে কাঁকসা থানার বামুনাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সঞ্জীব সাহা (৩২)। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। |