|
|
|
|
|
|
তিনি বলেন
|
আগে দেওয়া ছাড়পত্রের
দায়িত্ব তো আমাদের নয়। |
ব্রাত্য বসু |
প্রসঙ্গ আইসিএসই স্কুলের অনুমোদন |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: কর্কট।
নক্ষত্র: অশ্লেষা।
শুভ রং: সবুজ, সাদা, আকাশি ও নীল। এড়িয়ে চলুন লাল ও বাসন্তী রং।
শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৮।
এড়িয়ে চলুন ৬।
আজ শৈল্পিক গুণের বিকাশ ঘটবে ও যোগ্যতার স্বীকৃতি পাবেন। প্রাপ্য টাকা পাওয়ার যোগ। রাজনীতিকরা সতর্ক থাকুন। ব্যবসায়ীদের সাফল্য। প্রেমের ক্ষেত্রে দিনটি মধুর। দাম্পত্যে ভুল বোঝাবুঝি থাকলেও মিটমাট হয়ে যাবে। সন্তানের বন্ধুসঙ্গ থেকে সাবধান থাকুন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
শ্রীঅরবিন্দ জন্মজয়ন্তী
১৫ই আগস্ট বুধবার কলিকাতায় পূর্ণমর্যাদায় শ্রীঅরবিন্দের জন্মদিন উদ্যাপিত হয়। এই উপলক্ষ্যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক শারীরক্রীড়া প্রদর্শনী হয়। মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন প্রদর্শনীর উদ্বোধনে বলেন, “অরবিন্দের জন্মদিনে আমরা স্বাধীনতা লাভ করিয়াছি। তিনি নূতন সমাজ গড়িতে চাহিয়াছিলেন। আমাদের একাগ্রমনে সেই সাধনা করা উচিত।”
—আনন্দবাজার পত্রিকা, ১৭ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|