টুকরো খবর
শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে গোলমাল
সংগঠনের নির্দেশ না-মানায় সমর্থকদের লক্ষাধিক টাকার মাছ নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রভাবিত খুচরো মাছ বিক্রেতা সমিতির একদল সদসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ মাছ ব্যবসায়ীরা পাল্টা আন্দোলনে নামলে প্রধাননগর থানার পুলিশ যায়। পরে নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে তৃণমূল প্রভাবিত মাছ ব্যবসায়ী সমিতির সদস্যদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব গোপাল দে বলেন, “২১ অগস্ট বাজার সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মহকুমাশাসকের সঙ্গে বৈঠক হবে। সেখানে নিয়ন্ত্রিত বাজার সমিতির মাছ বাজারের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমরাও চাই মাছ বাজারের সমস্যার স্থায়ী সমাধান হোক।” দার্জিলিং জেলা, ডাবগ্রাম ও ফুলবাড়ি খুচরো মৎস্য হকার্স ইউনিয়নের সম্পাদক গৌতম সাহা বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে সংগঠন থেকে ওই খুচরো ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হবে।”

গুলিতে মৃত্যু, উত্তেজনা
সেচ দফতরের নিরাপত্তা কর্মীদের গুলিতে বনবস্তির এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মঙ্গলবার গভীর রাতে মালবাজারের গজলডোবার ঘটনা। নিহত প্রদীপ ওঁরাও (৩১) পেশায় দিনমজুর। গ্রামবাসীরা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করান। বুধবার তিনি মারা যান। বৃহস্পতিবার দোষীকে গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবিতে গজলডোবায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। ওই রাতে সুশীল রায়, মদন রায় এবং জগত কাহার নামের তিন নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার বলেন, “খুনের মামলা হয়েছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে। কে গুলি চালিয়েছে তাও দেখা হচ্ছে।” সেচ দফতরের এলাকার দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল অফিসার (৪) পার্থসারথি চক্রবর্তী বলেন, “একজন গুলি চালানোর কথা জানান। কারণ জানতে চাইলেও সদুত্তর মেলেনি। বিষয়টি দেখছি।”

জখম ছাত্রী, উত্তেজনা
মোটরবাইকের ধাক্কায় এক স্কুল ছাত্রী জখম হওয়ায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বাবুপাড়া এবং রেসকোর্স পাড়ার সংযোগকারী গলির ভেতরের একটি প্রাথমিক স্কুলের ছুটির সময়ে গেট থেকে বের হতেই দ্রুত গতিতে যাওয়া একটি মোটর বাইকের সঙ্গে তিন বছরের ছাত্রীর ধাক্কা লাগে। ছাত্রীর নাম সংযুক্তা সরকার। কান এবং মুখ দিয়ে ক্রমাগত রক্ত বের হতে থাকায় সংযুক্তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ,আরোহীরা মদ্যপ ছিলেন। দুর্ঘটনার পরেই তারা মোটর বাইক ফেলে পালিয়ে যান। পুলিশ জানায়, তাদের খোঁজ চলছে।

প্রতিবাদে সই সংগ্রহ
ভক্তিনগর থানাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আনার প্রতিবাদে এবার স্বাক্ষর সংগ্রহ শুরু করল জলপাইগুড়ি নাগরিক উন্নয়ন মঞ্চ। ৩ সেপ্টেম্বরের মধ্যে ভক্তিনগর থানাকে জলপাইগুড়ি জেলা পুলিশের আওতায় ফিরিয়ে আনা না হলে লাগাতার অবস্থানের হুমকি দিয়েছে মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের তরফে শহরে মহামিছিল করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এ দিন স্মারকলিপি পাঠানো হয়েছে বলে মঞ্চের তরফে দাবি করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস
ডাম্পিং গ্রাউন্ড, অসম গেটের কাছে উড়ালপুল তৈরি-সহ একগুচ্ছ প্রকল্প বাস্তাবায়নে ব্যাপারে দলের যুব নেতাকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সৌরভবাবু এই দাবি করেছেন। সম্প্রতি আলিপুরদুয়ার শহরের সমস্যা নিয়ে তৃণমূলের ডাকে একটি নাগরিক কনভেনশন হয়। দলের আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি তথা ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী ওই কনভেনশনে উপস্থিত ছিলেন। সৌরভবাবু বলেন, “১৪ অগস্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে এ সব দাবি নিয়ে কথা হয়। শীঘ্রই সে সব লিখিত ভাবে তাঁকে দেওয়া হবে।”

পুলিশের কাজে বাধা, ফালাকাটায় ধৃত ৩৬
গণপ্রহারে যুক্ত সন্দেহে ধৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবিতে থানায় গিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ায় ডুয়ার্সের ফালাকাটায় ৩৬ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে বুধবার। শেষ পর্যন্ত পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করলে পরিস্থিতি আয়ত্তে আসে। তাঁদের অবশ্য পরে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “বিষয়টি নিয়ে মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.