কমিশনারেটের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতের জন্য ঘরের ব্যবস্থা করে দিতে চায় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। সোমবার বার অ্যাসোসিয়েশনের এক সভায় এই ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি, শিলিগুড়িতে দ্রুত কমিশনারেটের আদালতগুলি চালু করার আর্জি জানানো হয়েছে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা এবং উদয়শঙ্কর মালাকার জানিয়েছেন, শিলিগুড়িতে রাজ্য সরকার কমিশনারেট চালু করে সঠিক পদক্ষেপ করেছে। এ বার দ্রুত আদালত চালুর জন্য তাঁরা ঘরের ব্যবস্থা করে দিতে রাজি। প্রসঙ্গত, সম্প্রতি আইনমন্ত্রী মলয় ঘটক শিলিগুড়িতে এসে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতের জন্য হিমাঞ্চল বিহারে একটি ভবন পরিদর্শন করেন। দ্রুত আদালত চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
|
আজ, বুধবার ৩০ শ্রাবণ কবি সুকান্তের জন্মদিন উপলক্ষ্যে তাঁর নামে পার্কের উদ্বোধন করছেন পুর কর্তৃপক্ষ। শিলিগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে চিলড্রেন পার্কটিকে নতুন রূপে সাজিয়ে ‘সুকান্ত শিশু উদ্যান’ নামকরণ করা হয়েছে। কাউন্সিলর সীমা সাহা বলেন, “পুরসভার আর্থিক সহায়তায় পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে। কবি সুকান্তের নামে নামকরণ করা হয়েছে। বুধবার কবির জন্মদিনে তা উদ্বোধন করা হবে।”
|
শিলিগুড়ি পানিট্যাঙ্ক মোড় এবং জংশন স্টেশন মোড় আলোকিত করল পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই মোড়ে নতুন আলোর উদ্বোধন করেন মেয়র গঙ্গোত্রী দত্ত।
|
স্বামীর কুড়ুলের আঘাতে মৃত্যু হল স্ত্রীর। সোমবার রাতে ঘটনাটি ঘটে নাগরাকাটা থানার হোপ চা বাগানে। চা বাগানের অফিস লাইনের শ্রমিক আবাসে রান্নাঘরের ভিতরে সুশীলা ওরাঁওকে (২৭) আচমকাই কুড়ুল দিয়ে আঘাত করে স্বামী রাজেশ ওরাঁও পালিয়ে যান। সুশীলা হোপ চা বাগানের শ্রমিক ছিলেন এবং রাজেশ বানারহাট চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন।
|
ঈদের কেনাকাটা করে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তিন বছরের পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বানারহাটের ঘটনা। |