আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: সহকর্মীদের অসহযোগিতা সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি। বে-লাগাম আবেগ থেকে বিড়ম্বনা ঘটতে পারে। শত্রুর সঙ্গে আপাতত সন্ধি। |
|
 |
 |
বৃষ: নিজস্ব কৌশলেই বিরুদ্ধ পরিস্থিতি সামলে কর্মস্থলে শত্রু দমন। পুরনো লগ্নি থেকে প্রাপ্তিযোগ। চলাফেরায় বিশেষ সতর্কতা দরকার। |
|
 |
 |
মিথুন: অর্থসঙ্কট মেটানোর পথ মেলায় আশা। কর্তাব্যক্তির ভুল ধরে বিড়ম্বনা। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতিতে দুর্ভোগ ও চিকিৎসায় বহু ব্যয়ে নাজেহাল। |
|
 |
 |
কর্কট: কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরে কর্মোন্নতির সম্ভাবনা ব্যাহত। নৃত্যগীতাদি চারুকলায় ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে। পুরনো শারীরিক জটিলতায় ভোগান্তি। |
|
 |
 |
সিংহ: খল অংশীদারের চক্রান্তে ব্যবসায় জটিলতা বৃদ্ধি ও লোকসানের আশঙ্কা। অতিরিক্ত শ্রমে ক্লান্তি ও মানসিক অবসাদ। ভাইবোনের দেখভাল নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তর। |
|
 |
 |
কন্যা: অবশেষে বহু শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি মিলতে পারে। প্রেমপ্রণয়ে আকস্মিক জটিলতায় কর্মপরিকল্পনা ব্যাহত। ভাইবোনের সঙ্গে মনোমালিন্যের অবসান। |
|
 |
 |
তুলা: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যবিড়ম্বনা থেকে মুক্তি। উচ্চশিক্ষা বা গবেষণার বাধা কেটে যেতে পারে। দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা। |
|
 |
 |
বৃশ্চিক: ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই ভাল। ভাল কাজের প্রতিদানে উপহাস বা অপমান জুটতে পারে। মহৎ কাজে শ্রম দান। |
|
 |
 |
ধনু: দুঃসাহসিক কোনও সিদ্ধান্তে কর্মস্থলে প্রশংসা পেতে পারেন। অকারণে ঝামেলা ও গণ্ডগোলে না-জড়ানোই ভাল। ভাইবোনের সঙ্গে সম্পত্তি বিরোধ। |
|
 |
 |
মকর: সৃষ্টিশীল কাজে মেধার বিকাশ। প্রশিক্ষণ সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। মানসিক শক্তির সদ্ব্যবহারে শত্রু ভয় থেকে মুক্তি। |
|
 |
 |
কুম্ভ: আর্থিক লেনদেন ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি। হস্তশিল্পে নৈপুণ্যের জোরে বাড়তি উপার্জন। বক্ষঃপীড়ায় কাজে ব্যাঘাত। |
|
 |
 |
মীন: অতিরিক্ত উচ্চাভিলাষ পরিতাপের কারণ হতে পারে। কর্মস্থলে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। জলপথে ভ্রমণ এড়ানোই সমীচীন। |
|
|