জঙ্গি হুমকির মধ্যেই স্বাধীনতা দিবসের প্রস্তুতি
ক দিকে যথারীতি আলফা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের বন্ধ, অন্য দিকে রীতি ভেঙে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আম জনতা। সরকারি উদ্যোগে রাজধানী ও জেলা সদরগুলিতে কড়া নিরাপত্তায় স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি শেষ পর্যায়ে। অসম-সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলেই এ বার জনগণের একটা বড় অংশ জঙ্গি হুমকির কাছে মাথা নত না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, নিজভূমে পরবাসী ত্রাণশিবিরে মাথা গোঁজা নিম্ন অসমের অসংখ্য মানুষের কাছে এ বার স্বাধীনতা দিবস নিয়ে কোনও আবেগই নেই।
স্বাধীনতা দিবসের আগেই ৩৩ বছর সংগ্রামের পরে, দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে আলফা। অরবিন্দ রাজখোয়া, সহ সেনাধ্যক্ষ রাজু বরুয়া, বিদেশ সচিব শশধর চৌধুরি, অর্থ সচিব চিত্রবন হাজরিকারা কেন্দ্রের সঙ্গে আলোচনায় অনেকটা এগিয়েছেন। দাবি সনদ নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। অন্য দিকে, পরেশ বরুয়া, দৃষ্টি রাজখোয়া, বিজয় চাইনিজ, জীবন মরানরা সার্বভৌম অসমের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ারই পক্ষপাতী।
গুয়াহাটিতে রেললাইন পরীক্ষা করছেন আরপিএফ জওয়ানরা। ছবি: উজ্জ্বল দেব।
পরেশপন্থী আলফা-সহ উত্তর-পূর্বের ১৩টি জঙ্গি সংগঠন যৌথ বিবৃতি পাঠিয়ে স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে। এই হুমকির জেরে গত ক’দিন ধরেই চলছে কড়া প্রহরা। জঙ্গি দমন অভিযান চালিয়ে গত তিনদিনে পুলিশ তিনসুকিয়া থেকে দু’টি আইইডি ও দু’টি রিমোট কন্ট্রোল যন্ত্র, শিবসাগর থেকে দু’টি আইইডি ও গত কাল অরুণাচল সীমানায় এক আলফা জঙ্গিকে গ্রেফতার করে তিনটি মাইন, ২০ কিলো আরডিএক্স উদ্ধার করেছে। গত কাল কোকরাঝাড়ে পাদাবিলের কাছে, ৩১ নম্বর জাতীয় সড়কে কালভার্টের নীচ থেকে আইইডি মিলেছে। শিবসাগরে, চর সন্দেহে মাইকেল পুর্তি নামে এক চা উৎপাদক তথা গ্রামরক্ষী বাহিনীর সদস্যকে গুলি করে মেরেছে পরেশের বাহিনী।
বিপরীত চিত্রও আছে। আলফার হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াল উজানি অসম। বন্ধ ডাকা হয় আলফার জন্মস্থান শিবসাগরে। ফলে তিনসুকিয়া ও ডিব্রুগড়ের মধ্যে যোগাযোগ ব্যহত হয়। স্বতস্ফূর্তভাবে বন্ধ থাকে দোকান-দফতর-যান চলাচল। বন্ধ থাকে চা বাগানগুলিও। জেলা পুলিশের বক্তব্য, পরেশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এই বন্ধের মাধ্যমে প্রকাশ পেল। মেঘালয়ের এইএনএলসি স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিলেও গারো পাহাড়ের জঙ্গি সংগঠন জিএনএলএ রাজ্য ও কেন্দ্রের কাছে শান্তি আলোচনার বার্তা পাঠিয়েছে। এই বছর স্বাধীনতা দিবসে বন্ধের হুমকি নয়, বরং শুভেচ্ছা পাঠিয়েছে তারা। মণিপুরে সাতটি জঙ্গি সংগঠনের যৌথ মঞ্চ স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিলেও, কেসিপির পাঁচটি গোষ্ঠী শান্তি আলোচনার পথে পা বাড়িয়েছে। শান্তি আলোচনা শুরু হতে চলেছে কুকি জঙ্গি সংগঠনগুলির সঙ্গেও। তবে, ইউনাইটেড নাগা কাউন্সিল ২০ অগস্ট থেকে ৯৬ ঘণ্টার বন্ধ ডেকেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.