অলিম্পিকের টুকিটাকি: পদক জয় (২০১০ অবধি)

আধুনিক অলিম্পিকের শুরু ১৮৯৬ সালে। ২০১০ পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক জয়ী তালিকায় সব থেকে উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এর মধ্যে ১৯০৬-এর গ্রিস গেমসের পদক তালিকাভুক্ত নয়। কারণ আইওসি-র মতে এটি আথেন্সের ‘দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিক গেমস’।
মোট ২২৯৬ (সোনা: ৯২৯, রুপো: ৭২৯, ব্রোঞ্জ: ৬৩৮) পদক পেয়ে পদক তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মাত্র একটি ব্রোঞ্জ পদক জিতে তালিকার শেষে আছে ইরিট্রিয়া।
মোট ১০১০ পদক (সোনা: ৩৯৫, রুপো: ৩১৯, ব্রোঞ্জ: ২৯৬) জিতে দ্বিতীয় স্থানে আছে সোভিয়েত ইউনিয়ন আর মোট ৮৫১টি পদক নিয়ে তৃতীয় দেশ জার্মানি।