অলিম্পিকের টুকিটাকি: খুঁটিনাটি
• ১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে মাত্র ৯টি খেলায় প্রতিযোগিতা হয়— অ্যাথলেটিক্স, সাইক্লিং, ফেন্সিং, শ্যুটিং, জিমন্যাস্টিক্স, টেনিস, ভারোত্তলন, কুস্তি ও সাঁতার। সে সময় থেকে বর্তমান গেমস পর্যন্ত বহু খেলা যোগ হয়েছে। আবার বাদ দেওয়াও হয়েছে অনেক খেলা। শুধুমাত্র ৫টি খেলার কোনও হেরফের হয়নি— অ্যাথলেটিক্স, সাইক্লিং, ফেন্সিং, জিমন্যাস্টিক্স ও সাঁতার।
• ২০১৬-র ব্রাজিল অলিম্পিকে যুক্ত হয়েছে গল্ফ ও রাগবি সেভেন’স।
• ১৮৯৬ সালের প্রথম আধুনিক অলিম্পিকের সময় থেকে আজ পর্যন্ত সবক’টি অলিম্পিকেই অংশ নিয়েছে কেবলমাত্র তিনটি দেশ— অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন ও সুইত্জারল্যান্ড।
• ১৯০০ সালে প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বপ্রথম মহিলা অ্যাথলিটদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু ১৯৯২-র গ্রীষ্মকালীন অলিম্পিকেও ৩৫টি দেশ কেবলমাত্র পুরুষ প্রতিযোগীদেরই পাঠিয়েছিল। ২০১০ সাল পর্যন্ত কেবল তিনটি দেশ— ব্রুনেই, সৌদি আরব ও কাতার কোনও মহিলা প্রতিযোগীকে অলিম্পিকে পাঠায়নি।
• এ যাবত্ তিনটি অলিম্পিক পরিত্যক্ত হয়েছে— প্রথম বিশ্বযুদ্ধের জন্য ১৯১৬ সালের অলিম্পিক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪০ ও ’৪৪-এর গ্রীষ্মকালীন-শীতকালীন অলিম্পিক।