|
|
|
|
অলিম্পিকের টুকরো খবর |
আশা জাগিয়ে হারলেন অমিত
নিজস্ব প্রতিবেদন |
|
কোয়ার্টার ফাইনালে অমিত। ছবি: রয়টার্স |
রেপেশাজ রাউন্ডে যাওয়ার পর ব্রোঞ্জ জেতার জন্য কুস্তিগির অমিত কুমারকে জিততে হত দু’টি লড়াই। শুক্রবার রাতে ৫৫ কেজি বিভাগে রেপেশাজের প্রথম লড়াইয়েই হেরে বিদায় নিলেন অমিত। তার কিছু আগেই বিদায় নিয়েছেন আর এক কুস্তিগির নরসিংহ পঞ্চম যাদব। ৭৪ কেজি বিভাগে প্রথম রাউন্ডের লড়াইয়ে কানাডার ম্যাথু গেন্ট্রি-র কাছে হেরেই তাঁর অলিম্পিক অভিযান হয়। ভারতের পদক সন্ধানের দায়িত্বও এখন মূলত দুই কুস্তিগিরের কাঁধে। সুশীল কুমার এবং যোগেশ্বর দত্ত। শনিবার ৫০ কিলোমিটার হাঁটায় বসন্ত বাহাদুর রানা এবং রবিবার ম্যারাথনে রাম সিংহ যাদব থাকলেও ওই দুই ইভেন্ট থেকে পদকের আশা প্রায় নেই। শুক্রবার প্রথম রাউন্ডে অমিত হারান ইরানের হাসান রহিমিকে। কোয়ার্টার ফাইনালে খিঞ্চাগাসভিলি ভ্লাদিমিরের কাছে অবশ্য হেরে যান তিনি। ভ্লাদিমির এর পর সেমিফাইনাল জিতে ফাইনালে যান। ফলে অমিতের সামনে খুলে যায় রেপেশাজের দরজা। অন্য দিকে ম্যাথু ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় নরসিংহ আর রেপেশাজ রাউন্ডে লড়ার যোগ্যতা পাননি। এ দিকে, শনিবার দুপুরেই নিশ্চিত হয়ে যাচ্ছে অলিম্পিক হকিতে ভারত কত নম্বর জায়গাটা পাবে১১তম নাকি ১২তম! শেষ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
|
পেলের জন্য আজ সোনা চান নেইমার
নিজস্ব প্রতিবেদন |
|
থিয়াগো, পাতো, নেইমার। শুক্রবার ওয়েম্বলিতে। ছবি: রয়টার্স |
পেলের দেশের সামনেও ফুটবলে ইতিহাসের হাতছানি! শনিবার অলিম্পিক ফুটবলের প্রথম সোনা জয়ের লড়াইয়ে তারা মুখোমুখি মেক্সিকোর। ব্রাজিলের সোনা জয়ের আশায় প্রার্থনা করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তাঁর কথায়, “সতেরো বছর বয়সে আমি প্রথম বিশ্বকাপ খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন পেশাদার ফুটবলাররা অলিম্পিকে অংশ নিতে পারত না। এ বার আমার মনে হচ্ছে, ব্রাজিল সোনা পাবেই। আমাদের ফুটবলারদের সঙ্গে লন্ডন থেকে আমিও সোনার পদকটা নিয়ে ব্রাজিলে ফিরতে চাই।” সেই স্বপ্ন ছুঁতে চান নেইমারও। বলেছেন, “পেলে আর ব্রাজিলের জন্য আমরা সোনা জিতে ইতিহাস গড়তে চাই।” তবে ব্রাজিল কোচ মানো মেনেজেস সতর্ক। বলছেন, “মেক্সিকোকে হালকা ভাবে নেওয়ার কোনও জায়গা নেই। ওদের এই অনূর্ধ্ব-২৩ দলটা কোপা আমেরিকা এবং প্যান-আমেরিকান গেমসেও খেলেছে। এখন সেই দলে তিন জন অভিজ্ঞ ফুটবলার যোগ হয়েছে। কোরোনা, সালসিডো, পেরাল্টা।” পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আট বারের কোপা আমেরিকা জয়ীদের কাছে সত্যি নতুন স্বপ্ন! |
|
|
|
|
|