তৃতীয় ডিভিশন ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তৃতীয় ডিভিশন ফুটবলে স্পন্দন মাঠের খেলায় অগ্রদূত সঙ্ঘ ৩-১ গোলে হারিয়েছে গলসি উদয়নকে। অগ্রদূতের হয়ে সঞ্জয় হেমব্রম, অজিত মুদি ও অনিমেষ মণ্ডল গোল করেন। গলসির রাজু বাগ ব্যবধান কমান। প্রথম ডিভিশন লিগে বর্ধমানের রাধারানি স্টডিয়ামে আরাধনা সঙ্ঘ উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পেল ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক্স ক্লাব। ১৯ অগস্ট থেকে রাধারানি স্টেডিয়ামে শুরু হচ্ছে আট দলের সুপার ডিভিশন ফুটবল লিগ। প্রথম পর্বের সেরা চারটি দলকে নিয়ে হবে সুপার ফোর। সেখানেই নির্ধারিত হবে ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার আপ।
|
জয়ী দিশারী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের প্রথম খেলায় জয়ী হল আইএন দিশারী সঙ্ঘ। দুর্গাপুরের অআকখ মাঠে বিধাননগর সেক্টর ২সিকে ২-০ গোলে হারায় তারা। জয়ী দলের বিশাল রায় ও লক্ষ্মীকান্ত হাঁসদা গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন মুক্তারাম মণ্ডল ও চন্দন চট্টোপাধ্যায়। এ দিনের দ্বিতীয় খেলায় এমএএমসি মাঠে রবীন্দ্র ভবন ১-০ গোলে দুর্গাপুর মর্ডান বয়েজকে হারায়। গোল করেন অরিজিৎ মশান।
|
আদিবাসী ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের প্রথম খেলায় জয়ী হল দেন্দুয়া আদিবাসী নেতাজি সঙ্ঘ। তারা ২-০ গোলে খেলোয়ার জুমিত গাঁওতাকে হারায়। দ্বিতীয় খেলায় আদিবাসী কৃষক সঙ্ঘ ৪-২ গোলে ঘুটঘুটি পাড়া মিলন সমিতিকে এবং তৃতীয় খেলায় আড়াডাঙ্গা এসবিজি ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘকে ১-০ গোলে হারায়।
|
জয়ী সিআরএসসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হল সিআরএসসি। আপার চেলিডাঙ্গা রাজীব গাঁধী মাঠের এই খেলায় তারা কল্যাণপুর ফুটবল ক্লাবকে ৫-০ গোলে হারায়। এ দিন হ্যাট্রিক করে খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের আশিস প্রসাদ।
|
জয়ী দোমহানি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি বারাবনি প্রিমিয়ার ফুটবল লিগের শুক্রবারের খেলায় জয়ী হল দোমহানি একাদশ। তারা গৌরান্ডি বিবেকানন্দ ক্লাবকে ১-০ গোলে হারায়। |