|
|
|
|
|
|
তিনি বলেন
|
কয়েক বার অভিযোগ পেয়েছি। |
প্রত্যুষ ঘোষ |
প্রসঙ্গ মেট্রোর এসি কামরা থেকে জল |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মেষ।
নক্ষত্র: ভরণী।
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৭ সংখ্যাকে।
শুভ রং: লাল, হলুদ ও কমলা।
এড়িয়ে চলুন নীল ও সবুজ। হঠকারিতা থেকে সাবধান। প্রেমের ক্ষেত্রে সাহসী হতে পারেন। ছাত্রজীবনে নতুন সিদ্ধান্ত নিতে পারেন। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। বোনের বিয়ের যোগাযোগ হতে পারে। সন্তানকে শিক্ষার জন্য দূরে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন। কিডনি ও প্রস্রাব জনিত সমস্যা থেকে সতর্ক থাকুন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
মাছের ‘বাফার স্টক’
মাছই নাই তার উপর আবার ‘বাফার স্টক’! আকাশ-কুসুম? না। পশ্চিমবঙ্গ সরকার মাছের ঘাটতি মিটাইতে সরকারী তত্ত্বাবধানে ‘আপৎকালীন মজুত’ সৃষ্টিতে উদ্যোগী হইয়াছেন। আগামী পূজায় ঐ মজুত হইতে মাছ আমদানি করিয়া বাজার-দর বজায় রাখা সম্ভব হইবে বলিয়া সরকারী মহলের আশা।
— আনন্দবাজার পত্রিকা, ৯ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|